OnePlus 13s vs Vivo X200 FE: OnePlus 13s-এর সঙ্গে জোর টক্কর দিতে বাজারে আসছে Vivo X200 FE! থাকছে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus 13s vs Vivo X200 FE: এই নতুন ফোনটির নাম হতে চলেছে Vivo X200 FE। ভারতের বাজারে আগামী জুলাই মাসে তা আত্মপ্রকাশ করতে পারে।
ভারতে নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার ক্ষেত্রে Vivo-র পরিকল্পনার বিষয়ে জল্পনা দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু এই বিষয়ে আপাতত কিছু জোরাদার তথ্য হাতে এসেছে যে, আসন্ন নতুন ফোনটি ঠিক কেমন দেখতে হবে! বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, Vivo-র নতুন ফোন হবে অনেকটা 'Mini' ফোনের মতো। এই নতুন ফোনটির নাম হতে চলেছে Vivo X200 FE। ভারতের বাজারে আগামী জুলাই মাসে তা আত্মপ্রকাশ করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
OnePlus 13s-কে জোর টক্কর: এই রিপোর্টটি যদি সত্যি হয়, তাহলে তা OnePlus-এর আসন্ন OnePlus 13s স্মার্টফোনের সঙ্গে জোর টক্কর দিতে পারে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, জুন মাসে ভারতের বাজারে আসতে পারে OnePlus 13s। যার দাম হতে পারে ৬০০০০ টাকার নীচে। এই ফোনে থাকতে পারে লেটেস্ট Snapdragon 8 Elite প্রসেসর।
advertisement