OnePlus 13: ম্যাগসেফ চার্জিং, দুর্দান্ত ক্যামেরা-সহ শীঘ্রই বাজার কাঁপাতে আসছে OnePlus 13, দাম কত
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
OnePlus 13-এ থাকছে আইফোনের ম্যাগসেফ চার্জিংয়ের মতো ফিচার? বড় ইঙ্গিত ফোন নির্মাণ সংস্থার এক কর্তার
advertisement
চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে OnePlus-এর কান্ট্রি চিফ লুই লি একটি পোস্ট করে ফোনের কিছু ফিচারের কথা জানিয়েছেন। সেখানেই তিনি বলেছেন, OnePlus 13-এ ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ম্যাগনেটিক ফাংশন থাকবে। অনেকটা মেগাসেফ টেকনোলজির Qi2 চার্জিংয়ের মতো। এতে স্মার্টফোনের পিছনে ম্যাগনেটিক কয়েল দেওয়া হবে। এর মাধ্যমেই ওয়্যারলেস চার্জিং হবে ফোনে।
advertisement
মজার বিষয় হল, ওয়ান প্লাসের আগের মডেলগুলিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। তাই এবার সম্ভবত ব্র্যান্ড দ্বি-সংলগ্ন চার্জিং ফিচার আনতে চলেছে স্মার্টফোন কোম্পানি। যার মাধ্যমে ইউজাররা Qi2 বা নিজের মতো চার্জ করতে পারবেন। তবে ওয়ান প্লাস প্রথম অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ড নয়, যারা এই চার্জিং ফিচার নিয়ে আসছে। আগেই Infinix Zero 40 5G এবং HMD স্মার্টফোনে এই চার্জিং ফিচারের ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement