আর নেওয়া যাবে না অন্যের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট, নয়া ফিচার আনছে WhatsApp
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এবার সেই তালিকায় নতুন সংযোজন হল, প্রোফাইল পিকচার স্ক্রিনশট ব্লক ফিচার। যার মাধ্যমে অন্যের প্রোফাইল পিকচার নেওয়া যাবে না।
advertisement
এমনিতে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার আনার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালায় জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। এখানেই শেষ নয়, তারা নিত্যনতুন ফিচারও আনছে হামেশাই। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল, প্রোফাইল পিকচার স্ক্রিনশট ব্লক ফিচার। যার মাধ্যমে অন্যের প্রোফাইল পিকচার নেওয়া যাবে না।
advertisement
advertisement
এটা অনেকটা Snapchat-এর মতো। শুধু তা-ই নয়, Paytm এবং Google Pay-র মতো পেমেন্ট অ্যাপগুলির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা রয়েছে। যার ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহারকারীরা ওই অ্যাপের স্ক্রিনশট নিতে পারেন না। অন্য ব্যবহারকারীর প্রোফাইল পিকচারের স্ক্রিনশট যাবে না ঠিকই, কিন্তু অন্য ফোন কিংবা ক্যামেরা ব্যবহার করে প্রোফাইল পিকচারের ছবি তুলে নেওয়া সম্ভব।
advertisement
advertisement
এর আগে ২০১৯ সালে ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রোফাইল পিকচার ডাউনলোড করার বিকল্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল WhatsApp।এর পাশাপাশি মেটা-পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি একটি ডেডিকেটেড ফ্যাক্ট-চেকিং চ্যাটবট নিয়েও কাজ করছে। যা ডিপফেক এবং এআই জেনারেটেড ভুল তথ্য সংক্রান্ত সমস্যা অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করবে।