ব্যক্তিগত চ্যাট এখন থেকে লক করে রাখুন, দেখতে পাবে না কেউ, নতুন ফিচার আনছে WhatsApp

Last Updated:
এর সাহায্য ইউজার যে কোনও চ্যাট লক করতে পারবেন। লিঙ্কড ডিভাইসে এই ফিচার নিয়ে এখনও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে WhatsApp।
1/7
আরও একটা নতুন ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp। বহুদিন ধরেই এই ফিচারের কথা শোনা যাচ্ছিল। বিটা ভার্সনে এটা নিয়ে বহু পরীক্ষানিরীক্ষাও হয়েছে। খুব শীঘ্রই ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এটা হল ‘লক চ্যাট’ ফিচার।
আরও একটা নতুন ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp। বহুদিন ধরেই এই ফিচারের কথা শোনা যাচ্ছিল। বিটা ভার্সনে এটা নিয়ে বহু পরীক্ষানিরীক্ষাও হয়েছে। খুব শীঘ্রই ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এটা হল ‘লক চ্যাট’ ফিচার।
advertisement
2/7
এতদিন আনলক করা ফোন ধরলে চ্যাট অ্যাক্সেস করা যেত। এই ফিচার চলে এলে আর সেটা হবে না। WhatsApp-এ এটা নতুন সিকিউরিটি ফিচার হিসেবে কাজ করবে। এর সাহায্য ইউজার যে কোনও চ্যাট লক করতে পারবেন। লিঙ্কড ডিভাইসে এই ফিচার নিয়ে এখনও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে WhatsApp।
এতদিন আনলক করা ফোন ধরলে চ্যাট অ্যাক্সেস করা যেত। এই ফিচার চলে এলে আর সেটা হবে না। WhatsApp-এ এটা নতুন সিকিউরিটি ফিচার হিসেবে কাজ করবে। এর সাহায্য ইউজার যে কোনও চ্যাট লক করতে পারবেন। লিঙ্কড ডিভাইসে এই ফিচার নিয়ে এখনও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে WhatsApp।
advertisement
3/7
WhatsApp-এর চ্যাট লক ফিচারের সাহায্যে যে কোনও গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট লক করা যাবে। একমাত্র ইউজারই সেই চ্যাট অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য ডিভাইস পিন বা বায়োমেট্রিক্স লক ব্যবহার করতে হবে।
WhatsApp-এর চ্যাট লক ফিচারের সাহায্যে যে কোনও গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট লক করা যাবে। একমাত্র ইউজারই সেই চ্যাট অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য ডিভাইস পিন বা বায়োমেট্রিক্স লক ব্যবহার করতে হবে।
advertisement
4/7
এই ফিচার ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লকেও কাজ করবে। অর্থাৎ ইউজার যদি চ্যাট লক ব্যবহার করেন তাহলে সেটা খুলতে পিন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ব্যবহার করতে হবে। আসলে চ্যাট লক করার সঙ্গে সঙ্গে WhatsApp সেই কথোপকথন চ্যাট বিজ্ঞপ্তি থেকে সরিয়ে দেবে।
এই ফিচার ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লকেও কাজ করবে। অর্থাৎ ইউজার যদি চ্যাট লক ব্যবহার করেন তাহলে সেটা খুলতে পিন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ব্যবহার করতে হবে। আসলে চ্যাট লক করার সঙ্গে সঙ্গে WhatsApp সেই কথোপকথন চ্যাট বিজ্ঞপ্তি থেকে সরিয়ে দেবে।
advertisement
5/7
WABetainfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচার চালু হওয়ার পর, মূল ডিভাইস লক থাকলে WhatsApp চ্যাট লিঙ্কড ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। বলা হয়েছে, ‘ডিভাইস লক করলে চ্যাটও লক হয়ে যাবে। নির্বাচিত কথোপকথনের সুরক্ষা নিশ্চিত করবে এই ফিচার’।
WABetainfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচার চালু হওয়ার পর, মূল ডিভাইস লক থাকলে WhatsApp চ্যাট লিঙ্কড ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। বলা হয়েছে, ‘ডিভাইস লক করলে চ্যাটও লক হয়ে যাবে। নির্বাচিত কথোপকথনের সুরক্ষা নিশ্চিত করবে এই ফিচার’।
advertisement
6/7
কিন্তু লিঙ্ক করা ডিভাইস বা মূল ডিভাইস আনলক করলেই চ্যাট আনলক হবে না। এর জন্য কোড দরকার। ইউজার যে কোড দিয়ে ইউজার চ্যাট লক করেছেন, আনলক করার সময় সেই কোড দিতে হবে।
কিন্তু লিঙ্ক করা ডিভাইস বা মূল ডিভাইস আনলক করলেই চ্যাট আনলক হবে না। এর জন্য কোড দরকার। ইউজার যে কোড দিয়ে ইউজার চ্যাট লক করেছেন, আনলক করার সময় সেই কোড দিতে হবে।
advertisement
7/7
WABetainfo বলছে, এই ফিচার সর্বপ্রথম WhatsApp বিটার Android সংস্করণ 2.24.4.14 আপডেটে দেখা গিয়েছিল। তবে সাধারণ ইউজাররা কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ফিচারের উপর এখনও কাজ করছে মেটা। তবে কিছুদিনের মধ্যেই আপডেটেড অ্যাপে এটা চলে আসবে বলে মনে করা হচ্ছে।
WABetainfo বলছে, এই ফিচার সর্বপ্রথম WhatsApp বিটার Android সংস্করণ 2.24.4.14 আপডেটে দেখা গিয়েছিল। তবে সাধারণ ইউজাররা কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ফিচারের উপর এখনও কাজ করছে মেটা। তবে কিছুদিনের মধ্যেই আপডেটেড অ্যাপে এটা চলে আসবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement