অক্টোবরের শুরু থেকেই বিপত্তি! আর কাজ করবে না পেমেন্ট OTP এবং Login? জানুন বিস্তারিত
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
New OTP Rule: ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারী হয়তো লক্ষ্য করবেন যে, তাঁদের ব্যাঙ্ক ওটিপি অথবা ডেলিভারি ওটিপি ফেল করছে।
চলতি বছরেই ওটিপি সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। সেপ্টেম্বর থেকেই এই বদল কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বিজনেস মেসেজ হোয়াইটলিস্ট করতে সেই সময়সীমা বাড়ানো হয়েছিল। এর ফলে ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারী হয়তো লক্ষ্য করবেন যে, তাঁদের ব্যাঙ্ক ওটিপি অথবা ডেলিভারি ওটিপি ফেল করছে।
advertisement
advertisement
advertisement
অগাস্ট মাসে এই পরিবর্তনের বিষয়টা প্রথম তুলে ধরা হয়েছিল ইকোনমিক টাইমসের প্রতিবেদনে। যেখানে বলা হয়েছে যে, ট্রাই-এর নতুন স্প্যাম রেগুলেশনে টেলিকম সংস্থাগুলিকে সেই সব কোম্পানিগুলিকে রেজিস্টার করাতে হবে, যারা ওটিপি এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। শুধু তা-ই নয়, এই সংস্থাগুলি আবার ইউআরএল এবং অ্যান্ড্রয়েড অ্যাপের এপিকে ফাইলের সঙ্গে আসা এসএমএস ব্লক করে দেয়। কারণ এটি ম্যালওয়্যার থ্রেট হতে পারে।
advertisement
advertisement
advertisement








