ফ্রিতে Netflix দেখবেন? Jio-র সস্তার এই রিচার্জ প্ল্যানে মিলবে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন-সহ প্রতিদিন ২ জিবি ডেটা

Last Updated:
Netflix Free Subscription: আপনি যদি সাবস্ক্রিপশন ছাড়াই নেটফ্লিক্সে ওয়েব সিরিজ, শো এবং সিনেমা দেখতে পান, তাহলে কেমন হবে? ভাবছেন এমনটা আবার সম্ভব নাকি? জেনে নিন গোপন ট্রিকস
1/6
আজকাল OTT-র যুগ। ক্রমেই দাপট বাড়ছে OTT-র। আসলে এখন টিভি ছাড়াও মানুষের হাতে এসে গিয়েছে OTT-র বিকল্প। আর সবথেকে বড় কথা হল, বিনোদনের জন্য আজকাল একটি বা দুটি নয়, প্রচুর OTT অ্যাপ রয়েছে। যেখানে টিভি শো, ওয়েব সিরিজ এবং সিনেমা সহজেই দেখা যায়। কিন্তু কিছু ব্যবহারকারী রয়েছেন, যাঁরা Netflix-কে বেশ প্রিমিয়াম বলে মনে করেন। কিন্তু বারবার এটি সাবস্ক্রাইব করতে চান না।
আজকাল OTT-র যুগ। ক্রমেই দাপট বাড়ছে OTT-র। আসলে এখন টিভি ছাড়াও মানুষের হাতে এসে গিয়েছে OTT-র বিকল্প। আর সবথেকে বড় কথা হল, বিনোদনের জন্য আজকাল একটি বা দুটি নয়, প্রচুর OTT অ্যাপ রয়েছে। যেখানে টিভি শো, ওয়েব সিরিজ এবং সিনেমা সহজেই দেখা যায়। কিন্তু কিছু ব্যবহারকারী রয়েছেন, যাঁরা Netflix-কে বেশ প্রিমিয়াম বলে মনে করেন। কিন্তু বারবার এটি সাবস্ক্রাইব করতে চান না।
advertisement
2/6
আসলে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে Netflix অ্যাকাউন্ট শেয়ার করে ব্যবহার করতে পারেন না। অন্যদিকে কিন্তু তাঁরা একে অপরের Amazon Prime অ্যাকাউন্ট ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন। ফলে সেই কারণে বারবার Netflix সাবস্ক্রাইব করতে চান না। কিন্তু Reliance Jio সকল ব্যবহারকারীর সুবিধার কথাই মাথায় রাখে। সেই কারণে এই টেলিকম সংস্থা এমন কিছু প্ল্যান রেখেছে, যেগুলির সঙ্গে Netflix সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি দেওয়া হয়।
আসলে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে Netflix অ্যাকাউন্ট শেয়ার করে ব্যবহার করতে পারেন না। অন্যদিকে কিন্তু তাঁরা একে অপরের Amazon Prime অ্যাকাউন্ট ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন। ফলে সেই কারণে বারবার Netflix সাবস্ক্রাইব করতে চান না। কিন্তু Reliance Jio সকল ব্যবহারকারীর সুবিধার কথাই মাথায় রাখে। সেই কারণে এই টেলিকম সংস্থা এমন কিছু প্ল্যান রেখেছে, যেগুলির সঙ্গে Netflix সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি দেওয়া হয়।
advertisement
3/6
কোম্পানির অফিসিয়াল পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকরা যদি Reliance Jio-র ১২৯৯ টাকার প্রিপেড প্ল্যান ব্যবহার করেন, তাহলে তাঁরা ৮৪ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Netflix ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তবে মনে রাখা আবশ্যক যে, সেক্ষেত্রে Netflix শুধুমাত্র মোবাইল ফোনেই অ্যাক্সেস করা যাবে।
কোম্পানির অফিসিয়াল পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকরা যদি Reliance Jio-র ১২৯৯ টাকার প্রিপেড প্ল্যান ব্যবহার করেন, তাহলে তাঁরা ৮৪ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Netflix ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তবে মনে রাখা আবশ্যক যে, সেক্ষেত্রে Netflix শুধুমাত্র মোবাইল ফোনেই অ্যাক্সেস করা যাবে।
advertisement
4/6
এই প্ল্যানের সবথেকে ভাল দিক হল, সংশ্লিষ্ট প্ল্যানে ৯০ দিনের জন্য Jio Hotstar মোবাইল/টিভি-র সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও এই প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বলতে গেলে, এটি প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধা প্রদান করে এবং এর ভ্যালিডিটি ৮৪ দিনের। প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পেয়ে যাবেন গ্রাহকরা।
এই প্ল্যানের সবথেকে ভাল দিক হল, সংশ্লিষ্ট প্ল্যানে ৯০ দিনের জন্য Jio Hotstar মোবাইল/টিভি-র সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও এই প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বলতে গেলে, এটি প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধা প্রদান করে এবং এর ভ্যালিডিটি ৮৪ দিনের। প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
5/6
রয়েছে ১৭৯৯ টাকার অন্য একটি প্ল্যান: Reliance Jio-র এই প্রিপেড প্ল্যানটিতে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। এর ভ্যালিডিটিও ৮৪ দিন। সেই অনুযায়ী, গ্রাহকরা এই প্ল্যান নিলে মোট ২৫২ জিবি ডেটা পেয়ে যাবেন। এর পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও প্রদান করা হচ্ছে।
রয়েছে ১৭৯৯ টাকার অন্য একটি প্ল্যান: Reliance Jio-র এই প্রিপেড প্ল্যানটিতে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। এর ভ্যালিডিটিও ৮৪ দিন। সেই অনুযায়ী, গ্রাহকরা এই প্ল্যান নিলে মোট ২৫২ জিবি ডেটা পেয়ে যাবেন। এর পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও প্রদান করা হচ্ছে।
advertisement
6/6
এছাড়া এই প্ল্যানের মাধ্যমে রিচার্জ করলেও গ্রাহকদের আলাদা করে Netflix প্যাক আর কিনতে হবে না। এই প্ল্যানটির মাধ্যমে তাঁরা ৮৪ দিনের জন্য Netflix সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবেন। তবে এই ১৭৯৯ টাকার প্ল্যানের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে, এটি শুধুমাত্র মোবাইলেই অ্যাক্সেস করা যাবে।
এছাড়া এই প্ল্যানের মাধ্যমে রিচার্জ করলেও গ্রাহকদের আলাদা করে Netflix প্যাক আর কিনতে হবে না। এই প্ল্যানটির মাধ্যমে তাঁরা ৮৪ দিনের জন্য Netflix সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবেন। তবে এই ১৭৯৯ টাকার প্ল্যানের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে, এটি শুধুমাত্র মোবাইলেই অ্যাক্সেস করা যাবে।
advertisement
advertisement
advertisement