Nano Banana Trend: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ন্যানো বানানা ইমেজ ! কী এটি? কীভাবে বানাবেন আপনার 3D ফিগার? জেনে নিন সহজ পদ্ধতি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Nano Banana Trend: ন্যানো বানানা-তে পিছনে ফেলে দিন সবাইকে, এই ৮ প্রম্পট কপি-পেস্ট করলেই আপনার কাজ ভাল হবে বাকিদের চেয়ে
মানুষ সব সময়েই নিজেকে নানা রূপে দেখতে চায়। তার কল্পনাশক্তি আছে, যা অন্য প্রাণীর নেই। কল্পনাকে সে বিজ্ঞানে রূপ দেয়, শিল্প করে ছড়িয়ে দেয় ছবিতে, মূর্তিতে। বার বার এভাবেই চলে তার অফুরান আত্মদর্শন। মানবমনের সেই দিকটাকেই প্রযুক্তির যুগে তৃপ্তি এনে দিয়েছিল নানা ফটো ফিল্টার। এখন এসে গিয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, নিত্য নতুন ভাঁড়ারে তার কতই না চমক! এই তো মাসকয়েক আগেই, বছর শুরুর দিকে রীতিমতো ভাইরাল হয়েছিল ঘিবলি আর্ট ট্রেন্ড। আর এখন এল ন্যানো বানানা।
advertisement
ইন্টারনেটে এখন নতুন এআই ট্রেন্ড ন্যানো বানানা নিয়ে হইচই উঠেছে তুঙ্গে! কারণও অএবশ্যই আছে। একটা ছবি আপলোড করে প্রম্পট দিলেই যে ভাবে পুরোপুরি বাস্তবসম্মত মূর্তি তৈরি হয়ে যাচ্ছে, তাও আবার 3D, এি ব্যাপারটাই মন কেড়ে নিচ্ছে সবার। কে না চায় নিজের একটা মূর্তি থাকুক, সঙ্গে চকচকে প্যাকেজিং, ডিসপ্লে বেস এবং দারুণ কালেক্টর ভাইব- আর কী চাই নিজেকে স্পেশ্যাল ফিল করানোর জন্য!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement