Bajaj CT 100 Bike Pulled Off: লোকে বলত, পেট্রোলের গন্ধে চলে! 'মাইলেজ কিং' বাইকের বিক্রি বন্ধ করল Bajaj

Last Updated:
Bajaj CT 100 Bike Pulled Off: এক লিটার পেট্রোলে ৭০-৮০ কিমি রাস্তা চলত আরামসে। এমন বাইক আর ভারতে পাওয়া যাবে না!
1/6
অনেকেই বলত, পেট্রোলের গন্ধে চলে এই মোটরসাইকেল। এক লিটার পেট্রোলে ৬৫-৭০ কিমি মাইলেজ তো একেবারে হেসে-খেলে পাওয়া যেত। এমন বাইকের বিক্রি বন্ধ করে দিল বাজাজ।
অনেকেই বলত, পেট্রোলের গন্ধে চলে এই মোটরসাইকেল। এক লিটার পেট্রোলে ৬৫-৭০ কিমি মাইলেজ তো একেবারে হেসে-খেলে পাওয়া যেত। এমন বাইকের বিক্রি বন্ধ করে দিল বাজাজ।
advertisement
2/6
Bajaj CT 100 বাইকের উত্পাদন বন্ধ করা হয়েছে সংস্থার তরফে। ডিলাররা এই মডেলের বুকিং নিচ্ছে না। যদিও বাজাজ-এর তরফে এখনও এই নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
Bajaj CT 100 বাইকের উত্পাদন বন্ধ করা হয়েছে সংস্থার তরফে। ডিলাররা এই মডেলের বুকিং নিচ্ছে না। যদিও বাজাজ-এর তরফে এখনও এই নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
advertisement
3/6
ভারতের বাজেরে সিটি ১০০ বাইকের চাহিদা সব সময় ছিল তুঙ্গে। সস্তা, মাইলেজ দেয় বেশি, এমন বাইক কে না চায়! তবে সংস্থার তরফে সিটি ১১০ লঞ্চ করা হয়েছিল। সিটি ১০০-র চাহিদা তবুও থাকত তুঙ্গে।
ভারতের বাজেরে সিটি ১০০ বাইকের চাহিদা সব সময় ছিল তুঙ্গে। সস্তা, মাইলেজ দেয় বেশি, এমন বাইক কে না চায়! তবে সংস্থার তরফে সিটি ১১০ লঞ্চ করা হয়েছিল। সিটি ১০০-র চাহিদা তবুও থাকত তুঙ্গে।
advertisement
4/6
১০২ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ছিল সিটি ১০০-তে। ৭.৭৯ বিএইচপি পাওয়ার ও ৮.৩৪ এনএম টর্ক। ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাজাজ -এর এই মোটরসাইকেল।
১০২ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ছিল সিটি ১০০-তে। ৭.৭৯ বিএইচপি পাওয়ার ও ৮.৩৪ এনএম টর্ক। ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাজাজ -এর এই মোটরসাইকেল।
advertisement
5/6
দৈনন্দিন ব্যবহারের জন্য এই বাইখ ছিল একেবারে আদর্শ। এই মডেলকে বলা হত, মাইলেজ কিং। তবে এবার আর ভারতের বাজারে হয়তো পাওয়া যাবে না বাজাজ সিটি ১০০।
দৈনন্দিন ব্যবহারের জন্য এই বাইখ ছিল একেবারে আদর্শ। এই মডেলকে বলা হত, মাইলেজ কিং। তবে এবার আর ভারতের বাজারে হয়তো পাওয়া যাবে না বাজাজ সিটি ১০০।
advertisement
6/6
পেট্রোলের দাম এখন আকাশছোঁয়া। তারই মধ্যে বেশিরভাগ সংস্থা বেশি মাইলেজ দেওয়া মডেল বাজারে আনছে। কিন্তু এরই মধ্যে বাজাজ তাদের মাইলেজ কিং মডেলের উত্পাদন বন্ধ করে দিল।
পেট্রোলের দাম এখন আকাশছোঁয়া। তারই মধ্যে বেশিরভাগ সংস্থা বেশি মাইলেজ দেওয়া মডেল বাজারে আনছে। কিন্তু এরই মধ্যে বাজাজ তাদের মাইলেজ কিং মডেলের উত্পাদন বন্ধ করে দিল।
advertisement
advertisement
advertisement