অনেকেই বলত, পেট্রোলের গন্ধে চলে এই মোটরসাইকেল। এক লিটার পেট্রোলে ৬৫-৭০ কিমি মাইলেজ তো একেবারে হেসে-খেলে পাওয়া যেত। এমন বাইকের বিক্রি বন্ধ করে দিল বাজাজ।
2/ 6
Bajaj CT 100 বাইকের উত্পাদন বন্ধ করা হয়েছে সংস্থার তরফে। ডিলাররা এই মডেলের বুকিং নিচ্ছে না। যদিও বাজাজ-এর তরফে এখনও এই নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
3/ 6
ভারতের বাজেরে সিটি ১০০ বাইকের চাহিদা সব সময় ছিল তুঙ্গে। সস্তা, মাইলেজ দেয় বেশি, এমন বাইক কে না চায়! তবে সংস্থার তরফে সিটি ১১০ লঞ্চ করা হয়েছিল। সিটি ১০০-র চাহিদা তবুও থাকত তুঙ্গে।
4/ 6
১০২ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ছিল সিটি ১০০-তে। ৭.৭৯ বিএইচপি পাওয়ার ও ৮.৩৪ এনএম টর্ক। ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাজাজ -এর এই মোটরসাইকেল।
5/ 6
দৈনন্দিন ব্যবহারের জন্য এই বাইখ ছিল একেবারে আদর্শ। এই মডেলকে বলা হত, মাইলেজ কিং। তবে এবার আর ভারতের বাজারে হয়তো পাওয়া যাবে না বাজাজ সিটি ১০০।
6/ 6
পেট্রোলের দাম এখন আকাশছোঁয়া। তারই মধ্যে বেশিরভাগ সংস্থা বেশি মাইলেজ দেওয়া মডেল বাজারে আনছে। কিন্তু এরই মধ্যে বাজাজ তাদের মাইলেজ কিং মডেলের উত্পাদন বন্ধ করে দিল।