Electric hanger: বর্ষায় রোদ না উঠলেও পরোয়া নেই! ভেজা জামাকাপড় শুকিয়ে দেবে হ্যাঙ্গার
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
রোদ না উঠলেও পরোয়া নেই! এবার জামা শুকিয়ে দেবে হ্যাঙ্গার
advertisement
advertisement
advertisement
advertisement
এই হ্যাঙ্গার প্লাস্টিকের তৈরি। তবে খুব শক্ত প্লাস্টিকের গঠিত হওয়ায় কোনও সমস্যা হয় না। গলে যাওয়ার ভয় নেই। এই হ্যাঙ্গারটির ধারণ ক্ষমতা প্রায় পাঁচ কেজি পর্যন্ত। ফলে ভেজা জামা শুকোতে দিলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। পাশাপাশি জুতো শুকোনোর জন্যও বিভিন্ন ধরনের পাইপ পাওয়া যায়, যা খুব সহজেই জুতো শুকিয়ে দিতে পারে।
advertisement
এই হ্যাঙ্গারটি যেকোনও জায়গায় বহন করে নিয়ে যাওয়া সম্ভব। তাই যাঁরা নিয়মিত বেড়াতে যান, বা কাজের প্রয়োজনে ভ্রমণ করতে হয়, তাঁরা খুব সহজেই একটি ব্যাগে ভরে নিয়ে যেতে পারেন। এমনকী যাঁদের বাড়িতে বারান্দা বা ছাদের অভাব রয়েছে, যে সমস্ত পড়ুয়ারা মেসে থাকেন তাঁদের জন্যও খুব ভাল এটি। বর্ষাকালে এটি খুবই উপকারী একটি যন্ত্র।