বিক্রি শুরু Vivo Z1x, জিও গ্রাহকরা পেয়ে যাবেন ৬০০০ টাকার বেনিফিট

Last Updated:
HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি পেয়ে যাবেন 1250 অবধি ছাড়
1/6
সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Vivo Z1x ফোন। আজ, শুক্রবার দুপুর ১২টা থেকে vivo.com বা Flipkart-এ  পাওয়া যাচ্ছে এই ফোনটি। দুটি ভেরিয়েন্টে পাওয় আজাবে এই ফোনটি - 64GB আর 128GB।
সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Vivo Z1x ফোন। আজ, শুক্রবার দুপুর ১২টা থেকে vivo.com বা Flipkart-এ পাওয়া যাচ্ছে এই ফোনটি। দুটি ভেরিয়েন্টে পাওয় আজাবে এই ফোনটি - 64GB আর 128GB।
advertisement
2/6
6GB RAM+64GB স্টোরেজের  Vivo Z1x এর দাম 16,990 টাকা আর  6GB RA+128GB স্টোরেজের  দাম 18,990 টাকা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কেনে তাহলে পেয়ে যাবেন 1250 অবধি ছাড়।
6GB RAM+64GB স্টোরেজের Vivo Z1x এর দাম 16,990 টাকা আর 6GB RA+128GB স্টোরেজের দাম 18,990 টাকা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কেনে তাহলে পেয়ে যাবেন 1250 অবধি ছাড়।
advertisement
3/6
জিও গ্রাহকদের জন্য থাকছে ৬০০০ টাকায় বেনিফিট অফার। এছাড়াও থাকছে  No cost EMI অপশন তাঁদের জন্য জাতা পুরো টাকা একবারে দিতে চাইছেন না।
জিও গ্রাহকদের জন্য থাকছে ৬০০০ টাকায় বেনিফিট অফার। এছাড়াও থাকছে No cost EMI অপশন তাঁদের জন্য জাতা পুরো টাকা একবারে দিতে চাইছেন না।
advertisement
4/6
এই ফোনটির সবচেয়ে প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি এর বিশাল ব্যাটারি।   Vivo Z1x ফোনে রয়েছে  4500mAh ব্যাটারির সঙ্গে  22.5W ফাস্ট চার্জিং।
এই ফোনটির সবচেয়ে প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি এর বিশাল ব্যাটারি। Vivo Z1x ফোনে রয়েছে 4500mAh ব্যাটারির সঙ্গে 22.5W ফাস্ট চার্জিং।
advertisement
5/6
ডুয়াল সিম Vivo Z1x ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে আর প্রটেকশনের জন্য রয়েছে SCHOTT Xensation গ্লাস।  ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট।
ডুয়াল সিম Vivo Z1x ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে আর প্রটেকশনের জন্য রয়েছে SCHOTT Xensation গ্লাস। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট।
advertisement
6/6
ছবি তোলার জন্য Vivo Z1x ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ - একটি  48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,  8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল সেন্সর।
ছবি তোলার জন্য Vivo Z1x ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ - একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল সেন্সর।
advertisement
advertisement
advertisement