Home » Photo » technology » Vodafone Idea গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ফের রিচার্জ ট্যারিফের দাম বৃদ্ধির সম্ভাবনা!
Vodafone Idea গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ফের রিচার্জ ট্যারিফের দাম বৃদ্ধির সম্ভাবনা!
VI Mobile Phone Prepaid Recharge Plans|Vodafone Idea Tariff|Vodafone Idea Recharge Plans|Vodafone Idea Prepaid Recharge Plans: ফের একবার ভোডাফোন-আইডিয়ার গ্রাহকদের জন্য বড় ঝটকা, বাড়তে পারে ট্যারিফের দাম
(Vodafone Idea) ভোডাফোন ইউজারদের জন্য খারাপ খবর! (VI) মুখ্য কার্যকরী আধিকারিক ও ম্যানেজার রবীন্দ্র টক্কর এক কনফারেন্স কলে বিশ্লেষকদের জানিয়েছেন (VI) ২০২২ সালে ফের একবার দাম বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
তিনি জানিয়েছেন সর্বাধিক এক মাসের ভ্যালিডিটি প্ল্যানের সবচেয়ে সস্তা দাম ৯৯ টাকা ঠিক করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
যাঁরা ৪জি ব্যাবহার করেন তাঁদের খরচের অনুপাতে মোটেও বেশি নয় ৷ অর্থাৎ মনে করা হচ্ছে আগামী দিনে ফের একবার ট্যারিফের দাম বাড়াতে পারে ভোডাফোন-আইডিয়া ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০২২ একবার ফের মোবাইলের রিচার্জের প্ল্যানের দাম বৃদ্ধি করা হতে পারে ৷ শেষ প্ল্যানটি প্রায় ২ বছর আগে বৃদ্ধি করা হয়েছিল যা সত্যি সত্যি একটু লম্বা সময় ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
২০২২ এ দেখা যাক দাম কতখানি বৃদ্ধি করা যায়, তবে এটি ২০২৩-এও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে ভোডাফোন ও আইডিয়া, এই সংস্থার প্ল্যান দামি হওায়র পরে গ্রাহক সংখ্যা ২৬.৯৮ কোটি থেকে ২৪.৭২ কোটিতে পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
ট্যারিফের দাম বৃদ্ধি সত্ত্বেও রাজস্ব প্রতিটি গ্রাহক প্রতি প্রায় ৫ শতাংশ কমে ১১৫ টাকা হয়েছে ৷ যা ২০২০-২১ এর ত্রৈমাসিকে ১২১ টাকা ছিল ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়া গত মাসেই সমস্ত প্রিপেইড ট্যারিফের দাম বাড়িয়েছে ৷ ট্যারিফের দাম প্রায় ২৫ শতাংশ দামি করেছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
এখন দেখার বিষয় এটাই যে যদি ফের ভোডাফোন ও আইডিয়ার ট্যারিফের দাম বৃদ্ধি হয় সেটি কতখানি গ্রহকদের উপরে বোঝা বৃদ্ধি করবে ৷ প্রতীকী ছবি ৷