তৈরি থাকুন, বাড়তে চলেছে মাসের খরচ! মোবাইল ব্যবহারকারীদের মাথায় হাত

Last Updated:
Mobile tariff hike by 17 percent: অ্যান্টিক স্টক ব্রোকিং এক বিশ্লেষণে দাবি করেছে, ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে এয়ারটেলের অংশীদারিত্ব বেড়ে ৩৩ শতাংশ হতে পারে। আর জিও-র অংশীদারিত্ব ৩৯.৭ শতাংশ।
1/7
আবার বাড়তে চলেছে ফোনে রিচার্জের খরচ। লোকসভা ভোটের পরই গ্রাহকদের পকেটে বাড়তি চাপ পড়বে বলে জানা যাচ্ছে।
আবার বাড়তে চলেছে ফোনে রিচার্জের খরচ। লোকসভা ভোটের পরই গ্রাহকদের পকেটে বাড়তি চাপ পড়বে বলে জানা যাচ্ছে।
advertisement
2/7
একলাফে ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়াতে পারে মোবাইল পরিষেবা প্রধানকারী সংস্থাগুলি। জানা যাচ্ছে এমনটাই।
একলাফে ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়াতে পারে মোবাইল পরিষেবা প্রধানকারী সংস্থাগুলি। জানা যাচ্ছে এমনটাই।
advertisement
3/7
গ্রাহক পিছু গড় আয়ের নিরিখে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে এয়ারটেল। এয়ারটেলের 'অ্যাভারেজ রেভিন্যু পার ইউজার' হল ২০৮ টাকা।
গ্রাহক পিছু গড় আয়ের নিরিখে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে এয়ারটেল। এয়ারটেলের 'অ্যাভারেজ রেভিন্যু পার ইউজার' হল ২০৮ টাকা।
advertisement
4/7
এয়ারটেলের 'অ্যাভারেজ রেভিন্যু পার ইউজার' বছর দুয়েকের মধ্যে হতে পারে ২৮৬ টাকা।
এয়ারটেলের 'অ্যাভারেজ রেভিন্যু পার ইউজার' বছর দুয়েকের মধ্যে হতে পারে ২৮৬ টাকা।
advertisement
5/7
লোকসভা ভোটের পর এয়ারটেলের গড় আয় গ্রাহক পিছু ৫৫ টাকা করে বাড়তে পারে।
লোকসভা ভোটের পর এয়ারটেলের গড় আয় গ্রাহক পিছু ৫৫ টাকা করে বাড়তে পারে।
advertisement
6/7
অ্যান্টিক স্টক ব্রোকিং এক বিশ্লেষণে দাবি করেছে, ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে এয়ারটেলের অংশীদারিত্ব বেড়ে ৩৩ শতাংশ হতে পারে। আর জিও-র অংশীদারিত্ব ৩৯.৭ শতাংশ।
অ্যান্টিক স্টক ব্রোকিং এক বিশ্লেষণে দাবি করেছে, ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে এয়ারটেলের অংশীদারিত্ব বেড়ে ৩৩ শতাংশ হতে পারে। আর জিও-র অংশীদারিত্ব ৩৯.৭ শতাংশ।
advertisement
7/7
এয়ারটেলের গ্রাহক সংখ্যা বার্ষিক ২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলেও জানা যাচ্ছে।
এয়ারটেলের গ্রাহক সংখ্যা বার্ষিক ২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলেও জানা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement