হোম » ছবি » মোবাইল » এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

  • Bangla Digital Desk

  • 16

    Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

    Smartphone Launches In April: Xiaomi, Realme, Oppo থেকে Motorola — এপ্রিল মাস জুড়ে তাবড় স্মার্টফোন কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। এ সব ফোনের অনেকগুলি এর আগেই সারা বিশ্বে লঞ্চ করা হয়েছে বলে খবর। এ বার ভারতীয় ক্রেতাদের মন কাড়ার পালা। রইল সেই তালিকা।

    MORE
    GALLERIES

  • 26

    Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

    Xiaomi 12 Pro - কয়েক সপ্তাহ আগেই চিনে লঞ্চ করেছিল Xiaomi 12 Pro। এ বার এ দেশে ফোনটি লঞ্চ হতে চলেছে ১২ এপ্রিল ভারতীয় সময় বেলা ১২টায়। Xiaomi-এর এই নতুন ফোন Xiaomi 12 Pro-তে রয়েছে ৬.৭ ইঞ্চির WQHD+ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট (Snapdragon 8 Gen 1 Chipset)। এতে থাকছে ৮ অথবা ১২ জিবি র্যা ম (RAM) এবং ২৫৬ জিবির (GB) পর্যন্ত এক্সপান্ডেবল স্টোরেজ। তবে এতে কোনও মেমরি কার্ডের স্লট নেই। Xiaomi-এর নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 12 Pro তে রয়েছে ট্রিপল ক্যামেরা। এ ছাড়া এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের (Megapixel) সেন্সর।

    MORE
    GALLERIES

  • 36

    Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

    Realme GT 2 Pro - সংস্থার নতুন ফোন Realme GT 2 Pro ভারতে লঞ্চ করা হতে চলেছে ৭ এপ্রিল। Realme GT 2 Pro ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট (Snapdragon 8 Gen 1 Chipset)। এ ছাড়াও Realme GT 2 Pro ফোনে রয়েছে ২K অ্যামোলেড ডিসপ্লে। Realme GT 2 Pro ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, দু’টি ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং ২ মেগাপিক্সলে সেন্সর।

    MORE
    GALLERIES

  • 46

    Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

    Motorola Edge 30 - Motorola যদিও এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি তবে সংশ্লিষ্ট মহলের ধারণা এ মাসেই ভারতে লঞ্চ করা হতে পারে সংস্থার মিড রেঞ্জ ফোন Motorola Edge 30। গত মাসেই এ দেশে এসেছিল Motorola Edge 30 pro। কেমন হতে পারে এই নতুন ফোনটি? বিশদ বিবরণ এখনও তেমন জানা যায়নি। তবে জানা গিয়েছে, Motorola Edge 30 ফোনটি শক্তিশালী Snapdragon 778G Plus চিপসেটে এবং লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেমে চলে। এটিতে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং একটি AMOLED ডিসপ্লে৷

    MORE
    GALLERIES

  • 56

    Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

    Oppo F21 Pro - Oppo হল আর একটি ব্র্যান্ড যা এ মাসেই তাদের নতুন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আর সংস্থার নতুন মডেলটি হল Oppo F21 Pro। আগামী ১২ এপ্রিল ফোনটি লঞ্চ করা হতে পারে বলে খবর। সংস্থার তরফে জানা গিয়েছে, 4G এবং 5G ভেরিয়েন্টে F21 pro আসছে মিড-রেঞ্জ ফোন হিসেবে। জানা গিয়েছে এই ফোনের 4G মডেলের জন্য নতুন Snapdragon 680 এবং 5G মডেলের জন্য Snapdragon 695 ব্যবহার করা হয়ে থাকতে পারে। সংস্থার শেয়ার করা টিজারে দেখা গিয়েছে ফোনটিতে রয়েছে ফাইবারগ্লাস লেদার ডিজাইন, উজ্জ্বল কমলা রঙ। এর বাইরে Oppo F21 Pro-তে একটি ৬৪ মেগাপিক্সেল সেন্সরের একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। মনে করা হচ্ছে ২০ থেকে ২৫ হাজারের মধ্যে দাম হতে পারে এই ফোনের।

    MORE
    GALLERIES

  • 66

    Smartphone Launches In April: এপ্রিল মাসে এ দেশে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন? রইল তারই সুলুক সন্ধান

    OnePlus Nord CE 2 Lite - এ মাসের দ্বিতীয়ার্ধে বা তার কিছু পরে এ দেশে লঞ্চ করা হতে পারে OnePlus Nord CE 2 Lite। OnePlus Nord CE 2 Lite ফোনটি সম্পর্কে যে টুকু জানা গিয়েছে, তাতে বোঝা যাচ্ছে মিড-রেঞ্চের এই স্মার্টফোনটিতে থাকতে পারে ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি AMOLED ডিসপ্লে। স্ন্যাপড্রাগন 695 চিপসেট এবং ৮জিবি পর্যন্ত র্যা ম এবং ২৫৬ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল স্টোরেজ পাওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES