Smartphone Tips: মুঠোফোনের ক্যামেরা পরিষ্কার করছেন? এই ভুলগুলি করছেন না তো?
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ছবি তোলার জন্য ফোনে এত ভাল ক্যামেরা সেট-আপ থাকে যে, আলাদা করে আর ডিএসএলআর ক্যামেরা কেনার প্রয়োজন হয় না।
advertisement
কিন্তু মুশকিল হল, মুঠোফোন সব সময় হাতেই থাকছে। আর তা ব্যবহার করতে করতে ময়লাও হয়ে যায়। এমনকী ময়লা কিংবা দাগ পড়ে ক্যামেরার লেন্সেও। আসলে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরা পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ ক্যামেরার লেন্স পরিষ্কার করার ক্ষেত্রে কী কী মাথায় রাখতে হবে, সেই বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
ক্যামেরার লেন্স পরিষ্কার রাখার জন্য তা ধুলোবালি থেকে রক্ষা করার দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। তবে হ্যাঁ ক্যামেরার লেন্স পরিষ্কার করার আগে ফোন বন্ধ করতে ভুললে চলবে না। আর লেন্সে যাতে স্ক্র্যাচ বা দাগ না পড়ে, তার জন্য সব সময় একটি নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা উচিত। এতে স্ক্র্যাচ প্রতিরোধ হয়। অন্য শক্ত বা রুক্ষ কাপড় ব্যবহার করলে লেন্সে আরও বেশি করে দাগ পড়ে যেতে পারে।
advertisement
এখানেই শেষ নয়, লেন্স পরিষ্কার করার সলিউশন ব্যবহার করার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে একটি জরুরি বিষয়। সেটি হল এই সলিউশন সরাসরি ফোনের বডি কিংবা ক্যামেরার লেন্সে লাগানো চলবে না। এতে ক্যামেরা সিস্টেমের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ সলিউশন সরাসরি ফোনে লাগালে ক্যামেরার ভিতরে জল ঢুকে যেতে পারে। তাই তার পরিবর্তে বরং নরম মাইক্রোফাইবার কাপড়ে সলিউশন লাগিয়ে তবেই ফোনের বডি বা লেন্স পরিষ্কার করতে হবে।
advertisement
এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। আর সেটা হল লেন্স পরিষ্কার করার জন্য সেফটি পিন, সিম ইজেক্টর টুলের মতো কোনও ধারালো বস্তু ব্যবহার করা যাবে না। এতে লেন্সের কাঁচের ক্ষতি হতে পারে। এর পাশাপাশি লেন্সে যাতে স্ক্র্যাচ না পড়ে, তার জন্য হালকা হাতে তা পরিষ্কার করতে হবে। আসলে খুব বেশি চাপ প্রয়োগ করলে লেন্স মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকী স্ক্রিন ভেঙে যাওয়ার ঝুঁকির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।