

অবশেষে Redmi K20 Pro আর Redmi K20 লঞ্চের দিন ঘোষনা করল Xiaomi। কিছুদিন আগেই কোম্পানি জানিয়েছিল যে ভারতে জুলাই মাসের মাঝামাঝি লঞ্চ হবে এই ফোন দুটি। কথা মতো ১৭ জুলাই ভারতে লঞ্চ হবে এই ফোন দুটি।


ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগে ইতিমধ্যেই Redmi K20 আর Redmi K20 Pro ফোনের জন্য একটি পেজ বানিয়েছে


Redmi K20 Pro-তে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজোলুশন 91.9 শতাংশ । ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল shooter। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।


Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনে আরও রয়েছে ডুয়াল সিম, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC।


Redmi K20 হচ্ছে K20 Pro ফোনটির হালকা ভার্সন। K20-তে সব Pro-এর ফিচার রয়েছে প্রসেসর ছাড়া। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ


তিনটি রঙে পাওয়া যাবে Redmi K20 Pro আর দুটি রঙে পাওয়া যাবে Redmi K20। Redmi K20 Pro-এর 6GB + 64GB ভেরিয়েন্টের দাম 2,499 ইউয়ান (প্রায় 25,500 টাকা) । 6GB + 128GB ভেরিয়েন্টের দাম CNY 2,599 (প্রায় 26,500 টাকা)। আর লাইন 8GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY 2,999 (প্রায় 30,500 টাকা)।