Jio vs Airtel vs Vodafone idea Annual Plan: বেস্ট ভ্যালু রিচার্জ প্ল্যান! এক বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি! আনলিমিটেড কলিং এবং ডেটা পুরো বছর
- Published by:Ananya Chakraborty
- trending desk
Last Updated:
Mobile Recharge Plans: জেনে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সবথেকে বাজেট-ফ্রেন্ডলি অ্যানুয়াল রিচার্জ প্ল্যানগুলি।
নিজেদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দেশের তিনটি প্রধান টেলিকম সংস্থা। যদিও যাঁরা বেশি পরিমাণে মোবাইল ডেটা ব্যবহার করেন কিংবা যাঁরা সব সময় মোবাইল ব্যবহার করেন, বেশিরভাগ প্ল্যান তাঁদের কথাই মাথায় রেখে তৈরি করা হয়েছে। এবার যাঁরা বাড়ি থেকে কাজ করেন, অর্থাৎ যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন, তাঁদের জন্য এই বিকল্পগুলি একেবারেই বাস্তবসম্মত নয়। বিশেষ করে যদি তাঁদের হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন থাকে।
advertisement
তাতে বলা হয়েছে যে, যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন, তাঁদের আনলিমিটেড কলিংয়ের প্রয়োজন হয় এখনও। কিন্তু তাঁরা লিমিটেড ডেটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। আর এখানেই আসরে নেমেছে Airtel, Jio এবং Vi-এর সাশ্রয়ী অ্যানুয়াল রিচার্জ প্ল্যান। তাহলে জেনে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সবথেকে বাজেট-ফ্রেন্ডলি অ্যানুয়াল রিচার্জ প্ল্যানগুলি। তবে এক্ষেত্রে মাথায় রাখা আবশ্যক যে, এই প্ল্যানগুলি আনলিমিটেড ৫জি অ্যাক্সেস প্রদান করে না।
advertisement
Jio-র ১৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান: ১৮৯৯ টাকা (মাসিক ১৬০ টাকারও কম)-র এই প্ল্যান ৩৩৬ দিনের বেশি সময়ের জন্য আনলিমিটেড কলিং এবং ৩৬০০টি এসএমএস-এর সুবিধা দিচ্ছে। সেই সঙ্গে পুরো সময়ের জন্য মিলবে ২৪ জিবি হাই-স্পিড ডেটা। একবার ডেটা কোটা শেষ হয়ে হেলে স্পিড নেমে আসবে ৬৪ কেবিপিএস-এ। এর পাশাপাশি এই প্ল্যানে পাওয়া যাবে JioCinema, JioTV এবং JioCloud-এর কমপ্লিমেন্টারি অ্যাকসেসও। যাঁদের আরও ডেটার প্রয়োজন রয়েছে, তাঁদের জন্য অ্যাড-অন প্যাকেজ দিচ্ছে Jio। যার মূল্য শুরু হচ্ছে ১৯ টাকা থেকে। তাতে মিলবে ১ জিবি ডেটা। অথবা ২ জিবি অতিরিক্ত ৪জি ডেটার জন্য খরচ হবে ২৯ টাকা।
advertisement
Airtel-এর ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান: Airtel-এর ১৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যান অবশ্য Jio-র তুলনায় একটু বেশিই দামি। এর ভ্যালিডিটি বা বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যানে পাওয়া যাবে ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস। ২২ টাকায় অ্যাডিশনাল ৪জি ডেটা দেবে Airtel। আর এক দিনের ভ্যালিডিটি-সহ ২ জিবি ডেটা পাওয়া যাবে ৩৩ টাকায়।
advertisement
Vi-এর ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান: Airtel-এর রিচার্জ প্ল্যানে যা যা সুবিধা পাওয়া যাচ্ছে, তার সঙ্গে মিল রয়েছে Vodafone Idea ১৯৯৯ টাকার প্ল্যানের। Vi-এর ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধাগুলির মধ্যে অন্যতম হল ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩৬০০টি এসএমএস। ১.৫ জিবি ৪জি ডেটার জন্য Vi চার্জ করছে ২৬ টাকা। এর ভ্যালিডিটি ১ দিন। আবার ৩৩ টাকায় মিলবে ২ জিবি ৪জি ডেটা। যার ভ্যালিডিটি ২ দিন।