Smart Phone Hacks: এই লিকুইড, সেই লিকুইড দিয়ে ফোন পরিষ্কার করছেন, ফোনের ফুটোতে প্রবেশ করলেই একেবারে ডেড হবে ফোন
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Smart Phone Hacks: স্মার্টফোন পরিস্কার করতে গিয়ে ৯০ শতাংশ মানুষই এই ভুল করেন, চিরতরে খারাপ হয়ে যেতে পারে স্পিকার, চার্জিং পোর্ট৷ ছিদ্র দিয়ে তরল ঢুকলেই Dead Phone আটকানো যাবে না৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সবার আগে ফোন সুইচ অফ করতে হবে। তারপর পরিস্কার। চার্জিং পোর্টে আলতো করে টুথপিক ঢুকিয়ে সাবধানে গোল করে ঘোরালেই ধুলো ময়লা বেরিয়ে যাবে। উজ্জ্বল আলোর নিচেই এই কাজ করা উচিত। যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। খেয়াল রাখতে হবে টুথপিক যেন খুব ভিতরে না যায়। তাহলে আটকে যেতে পারে। সেই সময় টানাটানি করলে টুথপিক ভেঙেকেলেঙ্কারি হবে। তাই আলতো হাতে পোর্টের মুখটাই পরিষ্কার করা উচিত।