Smart Phone Hacks: এই লিকুইড, সেই লিকুইড দিয়ে ফোন পরিষ্কার করছেন, ফোনের ফুটোতে প্রবেশ করলেই একেবারে ডেড হবে ফোন

Last Updated:
Smart Phone Hacks: স্মার্টফোন পরিস্কার করতে গিয়ে ৯০ শতাংশ মানুষই এই ভুল করেন, চিরতরে খারাপ হয়ে যেতে পারে স্পিকার, চার্জিং পোর্ট৷ ছিদ্র দিয়ে তরল ঢুকলেই Dead Phone আটকানো যাবে না৷
1/6
অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক কিংবা অনলাইনে কেনাকাটা, পকেট থেকে শুধু স্মার্টফোনটা বের করার অপেক্ষা। আঙুলের ছোঁয়ায় চোখের নিমেষে সব কাজ হয়ে যাবে। যেন সর্বরোগহর বটিকা! এহেন স্মার্টফোনটিকে ভাল রাখতে বিশেষ যত্নআত্তিরও প্রয়োজন।
অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক কিংবা অনলাইনে কেনাকাটা, পকেট থেকে শুধু স্মার্টফোনটা বের করার অপেক্ষা। আঙুলের ছোঁয়ায় চোখের নিমেষে সব কাজ হয়ে যাবে। যেন সর্বরোগহর বটিকা! এহেন স্মার্টফোনটিকে ভাল রাখতে বিশেষ যত্নআত্তিরও প্রয়োজন।
advertisement
2/6
ফোনের ডিসপ্লে সচল রাখতে স্ক্রিন গার্ড ইনস্টল করতে হয়। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পরাতে হয় কভার। কিন্তু এরপরেও শান্তি নেই। স্পিকার এবং চার্জিং পোর্টে ময়লা জমে যায়। ফলে আওয়াজ কমে, চার্জ দিতে সমস্যা হয়। তাই সময়ে সময়ে এগুলোও পরিষ্কার করা জরুরি।
ফোনের ডিসপ্লে সচল রাখতে স্ক্রিন গার্ড ইনস্টল করতে হয়। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পরাতে হয় কভার। কিন্তু এরপরেও শান্তি নেই। স্পিকার এবং চার্জিং পোর্টে ময়লা জমে যায়। ফলে আওয়াজ কমে, চার্জ দিতে সমস্যা হয়। তাই সময়ে সময়ে এগুলোও পরিষ্কার করা জরুরি।
advertisement
3/6
স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় বেশ কিছু ভুল অনেকেই করেন। এতে ফোনে বড়সড় ক্ষতি হতে পারে। তখন ফোন সারাতে হবে। কয়েক হাজার টাকার ধাক্কা। জেনে নেওয়া যাক, স্পিকার বা চার্জিং পোর্ট পরিষ্কারের সময় কী কী কাজ করা উচিত নয়।
স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় বেশ কিছু ভুল অনেকেই করেন। এতে ফোনে বড়সড় ক্ষতি হতে পারে। তখন ফোন সারাতে হবে। কয়েক হাজার টাকার ধাক্কা। জেনে নেওয়া যাক, স্পিকার বা চার্জিং পোর্ট পরিষ্কারের সময় কী কী কাজ করা উচিত নয়।
advertisement
4/6
চার্জিং পোর্ট পরিষ্কার করতে গিয়ে খোঁচাখুঁচি করেন অনেকেই। ছুঁচলো কিছু দিয়ে ধুলো, ময়লা বের করার চেষ্টা করেন। এতে বড়সড় ক্ষতি হতে পারে। টুথপিক ব্যবহার করা যায়। এর চেয়ে ছুঁচলো বা ধাতব কিছু নয়। অনেকে টুথব্রাশ দিয়ে পোর্ট পরিস্কার করেন। এটাও ভুল। ব্রাশের রোঁয়া পোর্টে ঢুকে যেতে পারে। তখন মুশকিল হবে।
চার্জিং পোর্ট পরিষ্কার করতে গিয়ে খোঁচাখুঁচি করেন অনেকেই। ছুঁচলো কিছু দিয়ে ধুলো, ময়লা বের করার চেষ্টা করেন। এতে বড়সড় ক্ষতি হতে পারে। টুথপিক ব্যবহার করা যায়। এর চেয়ে ছুঁচলো বা ধাতব কিছু নয়। অনেকে টুথব্রাশ দিয়ে পোর্ট পরিস্কার করেন। এটাও ভুল। ব্রাশের রোঁয়া পোর্টে ঢুকে যেতে পারে। তখন মুশকিল হবে।
advertisement
5/6
আইফোনের লাইটনিং চার্জে সহজেই ধুলো, ময়লা জমে যায়। আলতো হাতে পরিস্কার করতে হবে। ভুলেও ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিস্কার করেন, এতে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।
আইফোনের লাইটনিং চার্জে সহজেই ধুলো, ময়লা জমে যায়। আলতো হাতে পরিস্কার করতে হবে। ভুলেও ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিস্কার করেন, এতে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।
advertisement
6/6
সবার আগে ফোন সুইচ অফ করতে হবে। তারপর পরিস্কার। চার্জিং পোর্টে আলতো করে টুথপিক ঢুকিয়ে সাবধানে গোল করে ঘোরালেই ধুলো ময়লা বেরিয়ে যাবে। উজ্জ্বল আলোর নিচেই এই কাজ করা উচিত। যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। খেয়াল রাখতে হবে টুথপিক যেন খুব ভিতরে না যায়। তাহলে আটকে যেতে পারে। সেই সময় টানাটানি করলে টুথপিক ভেঙেকেলেঙ্কারি হবে। তাই আলতো হাতে পোর্টের মুখটাই পরিষ্কার করা উচিত।
সবার আগে ফোন সুইচ অফ করতে হবে। তারপর পরিস্কার। চার্জিং পোর্টে আলতো করে টুথপিক ঢুকিয়ে সাবধানে গোল করে ঘোরালেই ধুলো ময়লা বেরিয়ে যাবে। উজ্জ্বল আলোর নিচেই এই কাজ করা উচিত। যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। খেয়াল রাখতে হবে টুথপিক যেন খুব ভিতরে না যায়। তাহলে আটকে যেতে পারে। সেই সময় টানাটানি করলে টুথপিক ভেঙেকেলেঙ্কারি হবে। তাই আলতো হাতে পোর্টের মুখটাই পরিষ্কার করা উচিত।
advertisement
advertisement
advertisement