Vivo S1-এর বিক্রি শুরু ! পেয়ে যান ১০ হাজার টাকার বেনিফিট

Last Updated:
৭ অগাস্ট লঞ্চ হয়েছিল এই স্মার্টফোনটি। Flipkart, Amazon আর কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই স্মার্টফোন
1/5
আজ, বুধবার বিক্রি শুরু হয়েছে Vivo S1। ৭ অগাস্ট লঞ্চ হয়েছিল এই স্মার্টফোনটি। Flipkart, Amazon আর কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই স্মার্টফোন।
আজ, বুধবার বিক্রি শুরু হয়েছে Vivo S1। ৭ অগাস্ট লঞ্চ হয়েছিল এই স্মার্টফোনটি। Flipkart, Amazon আর কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই স্মার্টফোন।
advertisement
2/5
অনলাইনে এই  Vivo S1-এর 4GB RAM + 128GB স্টোরেজের দাম 17,990 টাকা। আপনি যদি জিও সাবস্ক্রাইবার হন তা হলে স্কাই লাইন, ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙের ফোনে পেয়ে যাবেন 10,000 টাকার বেনিফিট।  আর যদি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের EMI-তে কিনলে আপনি পেয়ে যাবেন 7.5 % ক্যাশব্যাক।
অনলাইনে এই Vivo S1-এর 4GB RAM + 128GB স্টোরেজের দাম 17,990 টাকা। আপনি যদি জিও সাবস্ক্রাইবার হন তা হলে স্কাই লাইন, ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙের ফোনে পেয়ে যাবেন 10,000 টাকার বেনিফিট। আর যদি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের EMI-তে কিনলে আপনি পেয়ে যাবেন 7.5 % ক্যাশব্যাক।
advertisement
3/5
এই ফোনে রয়েছে 6.38 ইঞ্চি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে। ফোনের ডিসপ্লের নিচে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকতে পারে MediaTek Helio P65 12nm octa-core প্রসেসর।
এই ফোনে রয়েছে 6.38 ইঞ্চি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে। ফোনের ডিসপ্লের নিচে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকতে পারে MediaTek Helio P65 12nm octa-core প্রসেসর।
advertisement
4/5
ফোন রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ - 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার,  8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।  সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
ফোন রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ - 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
5/5
ফোনের Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপর চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS। ফোনের ভিতরে রয়ছে 4,500mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং। অনান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর Micro-USB।
ফোনের Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপর চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS। ফোনের ভিতরে রয়ছে 4,500mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং। অনান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর Micro-USB।
advertisement
advertisement
advertisement