লঞ্চের হওয়ার আগেই ব্যবহার করতে পারবেন OnePlus 6T, কীভাবে?

Last Updated:
1/7
লঞ্চের আগেই ব্যবহার করতে পারবেন OnePlus 6T। নির্বাচিত কিছু গ্রাহককে লঞ্চের আগেই OnePlus 6T ব্যবহারের সুযোগ দেওয়ার জন্যই  আবার আমন্ত্রণ পদ্ধতি চালু হয়েছে। (Photo Collected)
লঞ্চের আগেই ব্যবহার করতে পারবেন OnePlus 6T। নির্বাচিত কিছু গ্রাহককে লঞ্চের আগেই OnePlus 6T ব্যবহারের সুযোগ দেওয়ার জন্যই আবার আমন্ত্রণ পদ্ধতি চালু হয়েছে। (Photo Collected)
advertisement
2/7
দশ জন গ্রাহককে পছন্দ করে লঞ্চের আগেই সেই গ্রাহকদের OnePlus 6T ব্যবহারের সুযোগ করে দেবে কোম্পানি। কোম্পানির ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে OnePlus 6T ব্যবহার করা যাবে। (Photo collected)
দশ জন গ্রাহককে পছন্দ করে লঞ্চের আগেই সেই গ্রাহকদের OnePlus 6T ব্যবহারের সুযোগ করে দেবে কোম্পানি। কোম্পানির ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে OnePlus 6T ব্যবহার করা যাবে। (Photo collected)
advertisement
3/7
8 অক্টোবর পর্যন্ত OnePlus 6T ব্যবহারের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। (Photo Collected)
8 অক্টোবর পর্যন্ত OnePlus 6T ব্যবহারের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। (Photo Collected)
advertisement
4/7
নতুন এই ফোনের ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে থাকতে পারে ছোট ওয়াটার ড্রপ নচ। (Photo Collected)
নতুন এই ফোনের ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে থাকতে পারে ছোট ওয়াটার ড্রপ নচ। (Photo Collected)
advertisement
5/7
ব্যবহারের পরে সেই ফোনের রিভিউ লিখে তা কমিউনিটি ফোরামে জানাতে হবে। এছাড়াও কোম্পানি চাইলে দশ জনের বেশি গ্রাহককে দিয়ে এই রিভিউ করানো যাবে। (Photo Collected)
ব্যবহারের পরে সেই ফোনের রিভিউ লিখে তা কমিউনিটি ফোরামে জানাতে হবে। এছাড়াও কোম্পানি চাইলে দশ জনের বেশি গ্রাহককে দিয়ে এই রিভিউ করানো যাবে। (Photo Collected)
advertisement
6/7
এর আগেও ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে লঞ্চের আগের গ্রাহকদের কোম্পানির স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিয়েছে চিনের কোম্পানিটি।  এই বছর OnePlus 6 লঞ্চের আগে একই ধরনের সুযোগ করে দিয়েছিল OnePlus। (Photo Collected)
এর আগেও ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে লঞ্চের আগের গ্রাহকদের কোম্পানির স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিয়েছে চিনের কোম্পানিটি। এই বছর OnePlus 6 লঞ্চের আগে একই ধরনের সুযোগ করে দিয়েছিল OnePlus। (Photo Collected)
advertisement
7/7
17 অক্টোবর লঞ্চ হতে চলেছে এই ফোন। (Photo Collected)
17 অক্টোবর লঞ্চ হতে চলেছে এই ফোন। (Photo Collected)
advertisement
advertisement
advertisement