Nothing Phone: তফাত সত্যিই কতটা? এক নজরে দেখে নিন Nothing Phone 1 বনাম Nothing Phone 2-এর সমস্ত খুঁটিনাটি
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক Nothing Phone 1 বনাম Nothing Phone 2-এর সমস্ত খুঁটিনাটি।
Nothing Phone 1 বিগত বছরে ফোনের বাজারে তুমুল শোরগোল ফেলে দিয়েছিল। তুমুল জনপ্রিয়তা অর্জন করার পর এবার আসছে Nothing Phone 2। এক বছর আগে Nothing Phone 1 ৩২,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। Nothing Phone 1-এ উন্নত ক্যামেরা এবং অনন্য ডিজাইন সকলের নজর কেড়ে নিতে সক্ষম হয়। Nothing Phone 1 সাফল্যের পর এখন লঞ্চ করা হতে চলেছে Nothing Phone 2। এক নজরে দেখে নেওয়া যাক Nothing Phone 1 বনাম Nothing Phone 2-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
ডিজাইন - Nothing Phone 1-এর মতোই একই ডিজাইন ব্যবহার করা হয়েছে Nothing Phone 2-এ। এই ফোনে আগের মতোই স্বচ্ছ ডিজাইন এবং Glyph ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। Nothing Phone 2-এ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে, যেমন - LED সেগমেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেলফি ক্যামেরা কোণ থেকে কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও গ্রাহকরা Nothing Phone 2 দিয়ে নিজেদের নিজস্ব অনন্য Glyph রিংটোন তৈরি করতে পারবেন, যা আগে অনুপস্থিত ছিল। এই Glyph গ্রাহকদের তাঁদের Uber গাড়ি ট্র্যাক করতে দেয়- এটি কত দূরে রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement