Nokia G20 Sale: ফের বাজার কাঁপাতে এল Nokia, ১৩ হাজার টাকারও কমে এত ফিচার্স আর কে দেবে!

Last Updated:
নোকিয়া (Nokia G20) যেন নতুন করে আবার প্রতিযোগিতায় ফিরে এল।
1/5
Nokia. নামটা শুনলেই কেমন যেন বিশ্বাসযোগ্যতা জন্মে যায়। সেই নোকিয়া আৎও একবার বাজার কাঁপাতে এল। Nokia G20- ভারতে বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর বেশ কিছু অফার পাওয়া যাচ্ছে।
Nokia. নামটা শুনলেই কেমন যেন বিশ্বাসযোগ্যতা জন্মে যায়। সেই নোকিয়া আৎও একবার বাজার কাঁপাতে এল। Nokia G20- ভারতে বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর বেশ কিছু অফার পাওয়া যাচ্ছে।
advertisement
2/5
৭ জুলাই প্রি বুকিং শুরু হয়েছিল। ১৩ হাজার টাকারও কম দামে ভাল ব্যাটারি ও ফিচার্স। নোকিয়া যেন নতুন করে আবার প্রতিযোগিতায় ফিরে এল।
৭ জুলাই প্রি বুকিং শুরু হয়েছিল। ১৩ হাজার টাকারও কম দামে ভাল ব্যাটারি ও ফিচার্স। নোকিয়া যেন নতুন করে আবার প্রতিযোগিতায় ফিরে এল।
advertisement
3/5
৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ভ্য়ারিয়েন্ট Nokia G20-দাম ১২৯৯০ টাকা। অ্য়ামাজনে পাবেন এই ফোন। প্রি-বুকি যারা করিয়েছেন তারা পাবেন ৫০০ টাকা ছাড়।
৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ভ্য়ারিয়েন্ট Nokia G20-দাম ১২৯৯০ টাকা। অ্য়ামাজনে পাবেন এই ফোন। প্রি-বুকি যারা করিয়েছেন তারা পাবেন ৫০০ টাকা ছাড়।
advertisement
4/5
অ্যামাজনে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পাঁচ শতাংশ ক্যাশব্যাক। ফোনের সঙ্গে নোকিয়া পাওয়ার ইয়ারবাডস লাইট নিলে ২০৯৯ টাকা ছাড়। নো কস্ট ইএমআই-তে এই ফোন নেওয়ারও সুবিধা থাকছে।
অ্যামাজনে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পাঁচ শতাংশ ক্যাশব্যাক। ফোনের সঙ্গে নোকিয়া পাওয়ার ইয়ারবাডস লাইট নিলে ২০৯৯ টাকা ছাড়। নো কস্ট ইএমআই-তে এই ফোন নেওয়ারও সুবিধা থাকছে।
advertisement
5/5
ডুয়েল সিম (ন্যানো) Nokia G20 Android 11 চলবে। 20:9  অ্যাসপেক্ট রেসিও-র সাড়ে ৬ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। সেলফি ক্যামেরার জন্য নচ থাকছে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সেকেন্ডারি ৫। বাকি দুটি 2-2 মেগাপিক্সেল। থাকছে 5050mah ব্যাটারি। ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
ডুয়েল সিম (ন্যানো) Nokia G20 Android 11 চলবে। 20:9 অ্যাসপেক্ট রেসিও-র সাড়ে ৬ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। সেলফি ক্যামেরার জন্য নচ থাকছে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সেকেন্ডারি ৫। বাকি দুটি 2-2 মেগাপিক্সেল। থাকছে 5050mah ব্যাটারি। ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
advertisement
advertisement
advertisement