এবার যে কোনও KaiOS ডিভাইস থেকে কাইওএস স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা যাচ্ছে । অর্থাৎ বিশ্বব্যাপী যত গ্রাহক কাইওএস অপারেটিং সিস্টেমের ফিচার ফোন ব্যবহার করেন সব ফোন, সেই ফোনগুলিতে পৌঁছে গিয়েছে অফিশিয়ালি হোয়াটসঅ্যাপ।
advertisement
3/5
হোয়াটসঅ্যাপ চলার জন্য ফোনে ৫১২ এমবি স্টোরেজ আর ২৫৬ এমবি র্যাম থাকা বাধ্যতামুলক। এছাড়াও কোম্পানি জানিয়েছে এবার থেকে কাইওএস ফোন বিক্রির আগেই এই ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকবে।
advertisement
4/5
যদি আপনার কাছে Nokia 8110 ফোন আছে তা হলে আপনাকে কাইওএস স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিজের নম্বর রেজিস্টার করে চ্যাট করুন।
advertisement
5/5
নোকিয়া ৮১১০ ছাড়াও একাধিক ফোনে এই অপারেটিং সিস্টেম চলে - Alcatel Go Flip 2, Cat B35, Doro 7050 and 7060, Energy E241S and E241, JioPhone (Reliance Jio),JioPhone 2 (Reliance Jio), MaxCom 241, MTN Smart, Multilaser ZAPP, Orange Sanza, Positivo P70S, Sigma mobile X-Style S3500 sKai, WizPhone WP006