এবার Nokia-র এই ফিচার ফোনেও চলবে WhatsApp, জেনে নিন কীভাবে করবেন ডাউনলোড

Last Updated:
হোয়াটসঅ্যাপ চলার জন্য ফোনে ৫১২ এমবি স্টোরেজ আর ২৫৬ এমবি র‍্যাম থাকা বাধ্যতামুলক
1/5
 অ্যানড্রয়েড, আইওএস স্মার্টফোন ছাড়া এবার ফিচার ফোনেও চলবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। Nokia-র ফিচার ফোন Nokia 8110-এতেও চলবে WhatsApp। KaiOS অপারেটিং সিস্টেম-এ চলে Banana Phone।
অ্যানড্রয়েড, আইওএস স্মার্টফোন ছাড়া এবার ফিচার ফোনেও চলবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। Nokia-র ফিচার ফোন Nokia 8110-এতেও চলবে WhatsApp। KaiOS অপারেটিং সিস্টেম-এ চলে Banana Phone।
advertisement
2/5
এবার যে কোনও KaiOS ডিভাইস থেকে কাইওএস স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা যাচ্ছে । অর্থাৎ বিশ্বব্যাপী যত গ্রাহক কাইওএস অপারেটিং সিস্টেমের ফিচার ফোন ব্যবহার করেন সব ফোন, সেই ফোনগুলিতে পৌঁছে গিয়েছে অফিশিয়ালি হোয়াটসঅ্যাপ।
এবার যে কোনও KaiOS ডিভাইস থেকে কাইওএস স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা যাচ্ছে । অর্থাৎ বিশ্বব্যাপী যত গ্রাহক কাইওএস অপারেটিং সিস্টেমের ফিচার ফোন ব্যবহার করেন সব ফোন, সেই ফোনগুলিতে পৌঁছে গিয়েছে অফিশিয়ালি হোয়াটসঅ্যাপ।
advertisement
3/5
হোয়াটসঅ্যাপ চলার জন্য ফোনে ৫১২ এমবি স্টোরেজ আর ২৫৬ এমবি র‍্যাম থাকা বাধ্যতামুলক। এছাড়াও কোম্পানি জানিয়েছে এবার থেকে কাইওএস ফোন বিক্রির আগেই এই ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকবে।
হোয়াটসঅ্যাপ চলার জন্য ফোনে ৫১২ এমবি স্টোরেজ আর ২৫৬ এমবি র‍্যাম থাকা বাধ্যতামুলক। এছাড়াও কোম্পানি জানিয়েছে এবার থেকে কাইওএস ফোন বিক্রির আগেই এই ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকবে।
advertisement
4/5
যদি আপনার কাছে  Nokia 8110 ফোন আছে তা হলে আপনাকে কাইওএস স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিজের নম্বর রেজিস্টার করে চ্যাট করুন।
যদি আপনার কাছে Nokia 8110 ফোন আছে তা হলে আপনাকে কাইওএস স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিজের নম্বর রেজিস্টার করে চ্যাট করুন।
advertisement
5/5
নোকিয়া ৮১১০  ছাড়াও একাধিক ফোনে এই অপারেটিং সিস্টেম চলে -  Alcatel Go Flip 2, Cat B35, Doro 7050 and 7060, Energy E241S and E241, JioPhone (Reliance Jio),JioPhone 2 (Reliance Jio), MaxCom 241, MTN Smart, Multilaser ZAPP, Orange Sanza, Positivo P70S, Sigma mobile X-Style S3500 sKai, WizPhone WP006
নোকিয়া ৮১১০ ছাড়াও একাধিক ফোনে এই অপারেটিং সিস্টেম চলে - Alcatel Go Flip 2, Cat B35, Doro 7050 and 7060, Energy E241S and E241, JioPhone (Reliance Jio),JioPhone 2 (Reliance Jio), MaxCom 241, MTN Smart, Multilaser ZAPP, Orange Sanza, Positivo P70S, Sigma mobile X-Style S3500 sKai, WizPhone WP006
advertisement
advertisement
advertisement