সস্তার প্ল্যান আনল Jio! ২০০ টাকার কম খরচে পেয়ে যান ৪২ জিবি ডেটা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন জিও ২০০ টাকার কমে কোন প্ল্যানগুলি ভাল
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান। এই মুহূর্তে জিওর গ্রাহকরা বিনবামুল্যে নিজেদের নেটওয়ার্কে কল করার সুবিধা পান এর সঙ্গে কোনও বাড়তি চার্জ ছাড়াই উপভোগ করতে পাড়ে জিওর সব অ্যাপগুলিও।
advertisement
advertisement
১৯৯ টাকার প্ল্যান - এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। ১৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা মানে ২৮ দিনে আপনি পেয়ে যাবেন ৪৫ জিবি ডেটা। সঙ্গে থাকছে ১০০ টি করে এসএমএস প্রতিদিন। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড জিও টু জিও কলিং-এর সুবধা আর বাকি নেটওয়ার্কের জন্য থাকছে ১০০০ মিনিটের ফ্রি কলিং। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলোর সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
১৪৯টাকার প্ল্যান - এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৪ দিনের। ১৪ টাকার রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি ডেটা, মানে ২৪ দিনে ২৪ জিবি ডেটা। এর সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলির অ্যাক্সেস। গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড জিও টু জিও কলিং-এর সুবধা আর বাকি নেটওয়ার্কের জন্য থাকছে ৩০০ মিনিটএর ফ্রি কলিং।