প্রতিদিন ১ জিবি ডেটা চান! Jio এনেছে সব থেকে সস্তা প্রি-পেড প্ল্যান, দেখে নিন এক নজরে

Last Updated:
জিও-র বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যার দাম ২০০ টাকারও কম। দেখে নেওয়া যাক এক নজরে—
1/7
ক্রমশ বাড়ছে ইন্টারনেটের চাহিদা। করোনা অতিমারী পরবর্তী কালে এই ইন্টারনেট সংযোগের চাহিদা নানা কারণে বেড়েছে। অথচ, খরচ একটা বড় বিষয়। সে সব কথা বিবেচনা করেই রিলায়েন্স জিও গ্রাহকের জন্য ছোট-বড় নানা রেঞ্জের ট্যারিফ প্ল্যান তৈরি করে।
ক্রমশ বাড়ছে ইন্টারনেটের চাহিদা। করোনা অতিমারী পরবর্তী কালে এই ইন্টারনেট সংযোগের চাহিদা নানা কারণে বেড়েছে। অথচ, খরচ একটা বড় বিষয়। সে সব কথা বিবেচনা করেই রিলায়েন্স জিও গ্রাহকের জন্য ছোট-বড় নানা রেঞ্জের ট্যারিফ প্ল্যান তৈরি করে।
advertisement
2/7
অনেক সময় কম বাজেটের কারণে গ্রাহকরা সস্তা রিচার্জ প্ল্যান খোঁজেন। পাশাপাশি গ্রাহক চান কম দামে ফ্রি কলিং-সহ আরও অনেক সুবিধা। এমনই কিছু জিও প্ল্যান রয়েছে যার দাম ২০০ টাকারও কম। দেখে নেওয়া যাক এক নজরে—
অনেক সময় কম বাজেটের কারণে গ্রাহকরা সস্তা রিচার্জ প্ল্যান খোঁজেন। পাশাপাশি গ্রাহক চান কম দামে ফ্রি কলিং-সহ আরও অনেক সুবিধা। এমনই কিছু জিও প্ল্যান রয়েছে যার দাম ২০০ টাকারও কম। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/7
প্রথমেই বলা যায় ১৪৯ টাকার প্ল্যানের কথা। জিও-এর তরফ থেকে ১৪৯ টাকায় গ্রাহকদের ২০ দিনের বৈধতা দিয়ে থাকে। এতে প্রতিদিন ১ জিবি ডেটা-র সুবিধা দেওয়া হয়। অর্থাৎ ২০ দিনে ২০ জিবি ডেটার সুবিধা পাওয়া সম্ভব। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যেও করা যেতে হয়।
প্রথমেই বলা যায় ১৪৯ টাকার প্ল্যানের কথা। জিও-এর তরফ থেকে ১৪৯ টাকায় গ্রাহকদের ২০ দিনের বৈধতা দিয়ে থাকে। এতে প্রতিদিন ১ জিবি ডেটা-র সুবিধা দেওয়া হয়। অর্থাৎ ২০ দিনে ২০ জিবি ডেটার সুবিধা পাওয়া সম্ভব। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যেও করা যেতে হয়।
advertisement
4/7
বিশেষ বিষয় হল এই সস্তার প্ল্যানে গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন। একটি অতিরিক্ত সুবিধা হিসাবে, জিও-এর এই প্ল্যানে, জিও অ্যাপ জিওটিভি, জিওসিনেমা, জিওসিকিওরিটি এবং জিওক্লাউড-এর মতো অ্যাপগুলির বিনামূল্য সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
বিশেষ বিষয় হল এই সস্তার প্ল্যানে গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন। একটি অতিরিক্ত সুবিধা হিসাবে, জিও-এর এই প্ল্যানে, জিও অ্যাপ জিওটিভি, জিওসিনেমা, জিওসিকিওরিটি এবং জিওক্লাউড-এর মতো অ্যাপগুলির বিনামূল্য সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
advertisement
5/7
২০৯ টাকার প্ল্যানেও অনেক সুবিধা রয়েছে। জিও-এর দ্বিতীয় সব থেকে সস্তা প্ল্যানের মধ্যে পড়ে ২০৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের ২৮ দিনের বৈধতা দেওয়া হয়। এক দিক থেকে দেখলে এই প্ল্যানটি আগের প্ল্যানটির থেকেও ভাল, কারণ মাত্র ৯টাকার বিনিময়ে পাওয়া যায় অতিরিক্ত ৮দিনের বৈধতা।
২০৯ টাকার প্ল্যানেও অনেক সুবিধা রয়েছে। জিও-এর দ্বিতীয় সব থেকে সস্তা প্ল্যানের মধ্যে পড়ে ২০৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের ২৮ দিনের বৈধতা দেওয়া হয়। এক দিক থেকে দেখলে এই প্ল্যানটি আগের প্ল্যানটির থেকেও ভাল, কারণ মাত্র ৯টাকার বিনিময়ে পাওয়া যায় অতিরিক্ত ৮দিনের বৈধতা।
advertisement
6/7
এই বিশেষ প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা দেওয়া হয় গ্রাহককে। অর্থাৎ প্ল্যানে মোট ২৮ জিবি ডেটা পাওয়া যায। এ ছাড়া থাকছে ১০০ টি এসএমএস বিনামূল্যে।
এই বিশেষ প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা দেওয়া হয় গ্রাহককে। অর্থাৎ প্ল্যানে মোট ২৮ জিবি ডেটা পাওয়া যায। এ ছাড়া থাকছে ১০০ টি এসএমএস বিনামূল্যে।
advertisement
7/7
এ ছাড়াও, গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারেন। অতিরিক্ত সুবিধা হিসাবে, জিওটিভি, জিওসিনেমা, জিওসিকিওরিটি এবং জিওক্লাউড-এর মতো অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও এতে দেওয়া হয়েছে। বিশেষ করে যারা কম দামে প্রতিদিন ১ জিবি ব্যবহার করতে চান তাদের জন্য এই প্ল্যানটি সেরা বলে বিবেচিত হতে পারে। একটি রিচার্জ করলেই চলবে প্রায় এক মাস।
এ ছাড়াও, গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারেন। অতিরিক্ত সুবিধা হিসাবে, জিওটিভি, জিওসিনেমা, জিওসিকিওরিটি এবং জিওক্লাউড-এর মতো অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও এতে দেওয়া হয়েছে। বিশেষ করে যারা কম দামে প্রতিদিন ১ জিবি ব্যবহার করতে চান তাদের জন্য এই প্ল্যানটি সেরা বলে বিবেচিত হতে পারে। একটি রিচার্জ করলেই চলবে প্রায় এক মাস।
advertisement
advertisement
advertisement