iPhone 12 Series: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে iPhone 12 সিরিজের ফোন; দেখে নিন এক নজরে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
iPhone 12 Series: এক নজরে দেখে নেওয়া যাক iPhone 12 সিরিজের ফোনগুলোতে কী ধরনের ছাড় পাওয়া যাচ্ছে!
iPhone কেনা যাঁদের স্বপ্ন , তাঁদের জন্য রয়েছে বিরাট সুখবর। পুজোর আগেই অবিশ্বাস্য কম দামে iPhone 12 ফোন পাওয়া যাচ্ছে Amazon ও Flipkart-এ। এখনও পর্যন্ত iPhone 12 সিরিজের ফোনগুলো এত কম দামে কখনও পাওয়া যায়নি। iPhone 13 সিরিজের ফোন বাজারে লঞ্চ হতে চলেছে, মনে করা হচ্ছে এর জন্যই iPhone 12 সিরিজের ফোনগুলো এত কম দামে বিক্রি করা হচ্ছে। Amazon ও Flipkart ছাড়াও ভারতের বাজারে iPhone 12 সিরিজের ফোনগুলোর ওপর পাওয়া যাচ্ছে নানা ধরনের ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক iPhone 12 সিরিজের ফোনগুলোতে কী ধরনের ছাড় পাওয়া যাচ্ছে!
advertisement
iPhone 12 (Vanilla) - iPhone 12 (Vanilla) ৬৪ জিবির (GB) স্টিকার প্রাইজ (Sticker Price) ৭৯,৯০০ টাকা হলেও Amazon ও Flipkart-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে ৬৩,৯৯৯ টাকায়। যা আগের বছরের থেকে প্রায় ১৫,৯০১ টাকা কমে পাওয়া যাচ্ছে। iPhone 12 (Vanilla) ১২৮ জিবির স্টিকার প্রাইজ ৮৪,৯০০ টাকা হলেও এই ফোনটি পাওয়া যাচ্ছে ৬৮,৯৯৯ টাকায়। এই ফোনটি কেনার সময় Amazon ও Flipkart-এ এক্সচেঞ্জ অফারেরও (Exchange Offer) সুবিধা রয়েছে।
advertisement
advertisement
iPhone 12 Pro - iPhone 12 Pro এই ফোনটির স্টিকার প্রাইজ ১,১৯,০০০ টাকা হলেও Flipkart-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে ১,০৯,৯০০ টাকায়। Flipkart-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে প্রায় ১০,০০০ টাকা ছাড়ে। iPhone 12 Pro এই ফোনটির ১২৮ জিবি ১,০৬,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে Amazon-এ। এই ফোনটিতে প্রায় ১১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে Amazon-এ। সূত্র মারফত জানা যাচ্ছে যে iPhone 13 সিরিজের ফোন বাজারে লঞ্চ হওয়ার পর, ভারতে iPhone 12 Pro এই সিরিজের এই ফোনগুলো হয় তো আর পাওয়া যাবে না।
advertisement