অপেক্ষার অবসান! আজ প্রথম সেল 50 এমপি ক্যামেরার Infinix Hot 30i এর

Last Updated:
Infinix Hot 30i: দেখে নিন কী কী ফিচার মিলবে ১০ হাজারের কমে
1/7
ভারতের বাজারে  এসেছে নতুন স্মার্টফোন। আজ, ৩ এপ্রিলের পর ই-কমার্স সংস্থা Flipkart থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে Infinix Hot 30i। যার বিশেষত্ব ই হল দীর্ঘ ব্যাটারি লাইফ।
ভারতের বাজারে এসেছে নতুন স্মার্টফোন। আজ, ৩ এপ্রিলের পর ই-কমার্স সংস্থা Flipkart থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে Infinix Hot 30i। যার বিশেষত্ব ই হল দীর্ঘ ব্যাটারি লাইফ।
advertisement
2/7
১০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে এই ফোনটিতে। সঙ্গে রয়েছে একটি ৬.৬-ইঞ্চি ফুল-HD+ ডিসপ্লে। ক্যামেরা সেট-আপের মধ্যে এতে রয়েছে ৫০মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। Infinix Hot 30i-এর ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি৫০০০mAh ব্যাটারিটি একবার চার্জ হলে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ড-বাই টাইম দিতে পারে বলে সংস্থার দাবি।
১০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে এই ফোনটিতে। সঙ্গে রয়েছে একটি ৬.৬-ইঞ্চি ফুল-HD+ ডিসপ্লে। ক্যামেরা সেট-আপের মধ্যে এতে রয়েছে ৫০মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। Infinix Hot 30i-এর ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি৫০০০mAh ব্যাটারিটি একবার চার্জ হলে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ড-বাই টাইম দিতে পারে বলে সংস্থার দাবি।
advertisement
3/7
ফোনটি অক্টা-কোর MediaTek G37 SoC দ্বারা চালিত। এতে রয়েছে ৮জিবি RAM এবং ১২৮জিবি অনবোর্ড স্টোরেজ। হ্যান্ডসেটটি আগামী সপ্তাহেই ভারতের বাজারে আসছে। লঞ্চের সময় বিশেষ অফার দিচ্ছে সংস্থাটি। সেই সুযোগে গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন মাত্র ৮,৯৯৯ টাকায়। আসলে এই দামে পাওয়া যাবে Infinix Hot 30i – এর ৮জিবি RAM + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্ট।
ফোনটি অক্টা-কোর MediaTek G37 SoC দ্বারা চালিত। এতে রয়েছে ৮জিবি RAM এবং ১২৮জিবি অনবোর্ড স্টোরেজ। হ্যান্ডসেটটি আগামী সপ্তাহেই ভারতের বাজারে আসছে। লঞ্চের সময় বিশেষ অফার দিচ্ছে সংস্থাটি। সেই সুযোগে গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন মাত্র ৮,৯৯৯ টাকায়। আসলে এই দামে পাওয়া যাবে Infinix Hot 30i – এর ৮জিবি RAM + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্ট।
advertisement
4/7
ডায়মন্ড হোয়াইট, গ্লেসিয়ার ব্লু এবং মিরর ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। আগামী সপ্তাহেই এদেশে যাত্রা শুরু কবে Infinix Hot 30i। বিশেষ ছাড় তো রয়েছে, তার সঙ্গে Flipkart-থেকে Axis Bank কার্ডের এই ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, পাওয়া যেতে পারে একটি দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও। ফলে আরও কম দামে কিনে নেওয়া যায় ফোনটি।
ডায়মন্ড হোয়াইট, গ্লেসিয়ার ব্লু এবং মিরর ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। আগামী সপ্তাহেই এদেশে যাত্রা শুরু কবে Infinix Hot 30i। বিশেষ ছাড় তো রয়েছে, তার সঙ্গে Flipkart-থেকে Axis Bank কার্ডের এই ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, পাওয়া যেতে পারে একটি দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও। ফলে আরও কম দামে কিনে নেওয়া যায় ফোনটি।
advertisement
5/7
Android 12 ভিত্তিক XOS 12-এ চালিত এই ফোনটিতে রয়েছে ৯০Hz রিফ্রেশরেট এবং ১৮০Hz টাচ স্যাম্পলিং রেট। একটি ৬.৬-ইঞ্চি ফুল-HD+ ডিসপ্লে, সর্বোচ্চ ৫০০নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। নতুন স্মার্টফোনটি অক্টা-কোর 6nm MediaTek Helio G37 SoC দ্বারাচালিত। এতে রয়েছে ৮জিবি RAM ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যা ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
Android 12 ভিত্তিক XOS 12-এ চালিত এই ফোনটিতে রয়েছে ৯০Hz রিফ্রেশরেট এবং ১৮০Hz টাচ স্যাম্পলিং রেট। একটি ৬.৬-ইঞ্চি ফুল-HD+ ডিসপ্লে, সর্বোচ্চ ৫০০নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। নতুন স্মার্টফোনটি অক্টা-কোর 6nm MediaTek Helio G37 SoC দ্বারাচালিত। এতে রয়েছে ৮জিবি RAM ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যা ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
6/7
ফোটোগ্রাফির জন্য রয়েছে AI ডিকেটেড ডুয়াল ক্যামেরা সেট-আপ। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার।
ফোটোগ্রাফির জন্য রয়েছে AI ডিকেটেড ডুয়াল ক্যামেরা সেট-আপ। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার।
advertisement
7/7
এতে রয়েছে 4G LTE, একটি USB Type-C পোর্ট, ব্লুটুথ, OTG এবং Wi-Fi। Infinix একটি ৫,০০০mAh ব্যাটারি-সহ পাওয়া যায়, যা ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত কলিং টাইম দিতে পারে। শুধু তাই নয় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ড-বাই টাইমও দিতে পারে।
এতে রয়েছে 4G LTE, একটি USB Type-C পোর্ট, ব্লুটুথ, OTG এবং Wi-Fi। Infinix একটি ৫,০০০mAh ব্যাটারি-সহ পাওয়া যায়, যা ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত কলিং টাইম দিতে পারে। শুধু তাই নয় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ড-বাই টাইমও দিতে পারে।
advertisement
advertisement
advertisement