ক্যাশে ক্লিয়ার করুন: এই কাজটি প্রতিদিন করা একান্তই প্রয়োজনীয়। অনেকগুলি অ্যাপ চলে, তাই ফোনে প্রতিদিন বিপুল পরিমাণ ক্যাশে ফাইল জমা হয়, জমা হয় জাঙ্ক ফাইল, সেগুলি ক্লিয়ার করলে ফোন দ্রুত চলবে।
2/ 5
মোবাইল কভার ব্যবহার করুন: মোবাইল আস্ত থাকলে তবে না সেটি অন্তত বাইরে থেকে কিছুটা সুরক্ষিত থাকবে, ফোন দীর্ঘ দিন চালাতে গেলে বাইরের দিক থেকে ফোনটিকে সুরক্ষিত রাখা আগে দরকার। সেই কারণে অবশ্যই মোবাইল কভার ব্যবহার করতে হবে।
3/ 5
স্ক্রিন গার্ড: মোবাইলের স্ক্রিন গার্ড ব্যবহার করা একান্তই দরকার। সবসময় স্ক্র্যাচ থেকে বাঁচতে স্ক্রিন গার্ড ব্যবহার করুন, আপনার মোবাইল দীর্ঘজীবী করতে চেকলিস্টে থাকবে এটিও।
4/ 5
অপ্রয়োজনীয় অ্যাপ ফেলে দিন: অকারণ, অপ্রয়োজনীয় মোবাইল অ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিন। সবগুলি আন-ইনস্ট্ল করে রাখুন। এগুলির ক্যাশেও ক্লিয়ার করুন।
5/ 5
অপ্রয়োজনীয় ছবি, ভিডিও নিয়মিত ডিলিট করুন: প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে আপনাকে মুশকিলে পড়তে হতে পারে। পরে বিপুল পরিমাণে ছবি, ভিডিও জমে যেতে পারে, তাতে পরে যখন আপনার ফোনের স্টোরেজ ভরে যাবে, তখন একসঙ্গে সব ডিলিট করতে হবে, যা কঠিন কাজ।