অন্য কেউ আপনার আধার নম্বরে মোবাইল চালাচ্ছে না তো? এখনই চেক করুন

Last Updated:
একই আধার নম্বর ব্যবহার করে ঠিক ক’টি সিম কেনা যেতে পারে! জেনে নেওয়া যাক বিস্তারিত
1/7
মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরেই কাজ করছে। এর ফলে নানা রকম সুবিধা হয়েছে। যেমন ধরা যাক মোবাইল সিম-এর সক্রিয়তা। আগে একটি নতুন সিম কিনলে তা সক্রিয় হতে ২-৪ দিন সময় লাগত। কিন্তু এখন আধার নম্বর দিয়ে মোবাইল সিম কিনলে প্রায় সঙ্গে সঙ্গেই বা মাত্র কয়েক ঘণ্টায় তা সক্রিয় হয়ে যায়।
মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরেই কাজ করছে। এর ফলে নানা রকম সুবিধা হয়েছে। যেমন ধরা যাক মোবাইল সিম-এর সক্রিয়তা। আগে একটি নতুন সিম কিনলে তা সক্রিয় হতে ২-৪ দিন সময় লাগত। কিন্তু এখন আধার নম্বর দিয়ে মোবাইল সিম কিনলে প্রায় সঙ্গে সঙ্গেই বা মাত্র কয়েক ঘণ্টায় তা সক্রিয় হয়ে যায়।
advertisement
2/7
ফলে সকলেই আধার নম্বর দেখিয়ে সিম কেনেন। অনেক সংস্থা আধার নম্বর ছাড়া সিম দিতেও সম্মত হয় না। কিন্তু এমন তো অনেক সময়ই হয়, আমরা একাধিক টেলিফোন অপারেটর সংস্থার নম্বর ব্যবহার করতে চাই। ফলে একাধিক সিম কেনার প্রয়োজন হয়। কিন্তু একই আধার নম্বর ব্যবহার করে ঠিক ক’টি সিম কেনা যেতে পারে!
ফলে সকলেই আধার নম্বর দেখিয়ে সিম কেনেন। অনেক সংস্থা আধার নম্বর ছাড়া সিম দিতেও সম্মত হয় না। কিন্তু এমন তো অনেক সময়ই হয়, আমরা একাধিক টেলিফোন অপারেটর সংস্থার নম্বর ব্যবহার করতে চাই। ফলে একাধিক সিম কেনার প্রয়োজন হয়। কিন্তু একই আধার নম্বর ব্যবহার করে ঠিক ক’টি সিম কেনা যেতে পারে!
advertisement
3/7
জেনে নেওয়া যাক বিস্তারিত— সাধারণত একটি আধার নম্বর দিয়ে ভারতে মোট ৯টি সিম কার্ড কেনা যেতে পারে। আধার নম্বর দিয়ে সিম কিনলে ওই মোবাইল নম্বরে মালিক হিসেবে আধারের মালিককেই চিহ্নিত করা হবে। কিন্তু আধার নম্বরের অপব্যবহারও খুব সাধারণ বিষয়।
জেনে নেওয়া যাক বিস্তারিত— সাধারণত একটি আধার নম্বর দিয়ে ভারতে মোট ৯টি সিম কার্ড কেনা যেতে পারে। আধার নম্বর দিয়ে সিম কিনলে ওই মোবাইল নম্বরে মালিক হিসেবে আধারের মালিককেই চিহ্নিত করা হবে। কিন্তু আধার নম্বরের অপব্যবহারও খুব সাধারণ বিষয়।
advertisement
4/7
অনেক সময় অনেক কাজেই আধার নম্বর দিতে হয়। সেক্ষেত্রে যে কেউ ওই নম্বর কাজে লাগিয়ে একাধিক সিম কিনে ফেলতে পারে। তা থেকে অসামাজিক কাজও হতে পারে।
অনেক সময় অনেক কাজেই আধার নম্বর দিতে হয়। সেক্ষেত্রে যে কেউ ওই নম্বর কাজে লাগিয়ে একাধিক সিম কিনে ফেলতে পারে। তা থেকে অসামাজিক কাজও হতে পারে।
advertisement
5/7
কতগুলি নম্বর রয়েছে একটি আধারে জানার জন্য https://tafcop.dgtelecom.gov.in/ এ ক্লিক করতে হবে। এর পরে নির্দিষ্ট কলামে নিজের মোবাইল নম্বর লিখতে হবে। এর পর ওই মোবাইল নম্বরে একটি OTP আসবে। নম্বর দিয়ে Action বোতামটি ক্লিক করলেই ঠিক কতগুলি নম্বর ওই আধার কার্ডের সঙ্গে বা এই নির্দিষ্ট মোবাইল নম্বরে যুক্ত তা জানা যাবে।
কতগুলি নম্বর রয়েছে একটি আধারে জানার জন্য https://tafcop.dgtelecom.gov.in/ এ ক্লিক করতে হবে। এর পরে নির্দিষ্ট কলামে নিজের মোবাইল নম্বর লিখতে হবে। এর পর ওই মোবাইল নম্বরে একটি OTP আসবে। নম্বর দিয়ে Action বোতামটি ক্লিক করলেই ঠিক কতগুলি নম্বর ওই আধার কার্ডের সঙ্গে বা এই নির্দিষ্ট মোবাইল নম্বরে যুক্ত তা জানা যাবে।
advertisement
6/7
নম্বর ট্র্যাকিংয়ের পাশাপাশি, অপব্যবহার হয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগও জানান যাবে এমনকী ওই নম্বরগুলি ব্লকও করা যাবে.
নম্বর ট্র্যাকিংয়ের পাশাপাশি, অপব্যবহার হয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগও জানান যাবে এমনকী ওই নম্বরগুলি ব্লকও করা যাবে.
advertisement
7/7
ব্লক করার পদ্ধতি - উপরোক্ত অফিসিয়াল ওয়েবসাইটে তিনটি অপশন পাওয়া যাবে— Required, Not required এবং This is not my number। আধার নম্বরের অপব্যবহার হয়েছে মনে করলে  This is not my number অপশনটি বেছে নিতে হবে। এই রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে সরকারের কাছে পৌঁছে যাবে। তারপরই ওই নম্বর নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
ব্লক করার পদ্ধতি - উপরোক্ত অফিসিয়াল ওয়েবসাইটে তিনটি অপশন পাওয়া যাবে— Required, Not required এবং This is not my number। আধার নম্বরের অপব্যবহার হয়েছে মনে করলে This is not my number অপশনটি বেছে নিতে হবে। এই রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে সরকারের কাছে পৌঁছে যাবে। তারপরই ওই নম্বর নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement