চলছে Honor 20-র সেল! দেরি করবেন না, আজই বুক করুন

Last Updated:
1/7
Honor 20-র প্রথম সেল আজ, মঙ্গলবার। গতসপ্তাহেই এই ফোন লঞ্চ করেছিল  Huawei। আর দুপুর ১২টা থেকে সেল শুরু হয়েছে এই ফোনের। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Honor 20-র প্রথম সেল আজ, মঙ্গলবার। গতসপ্তাহেই এই ফোন লঞ্চ করেছিল Huawei। আর দুপুর ১২টা থেকে সেল শুরু হয়েছে এই ফোনের। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
advertisement
2/7
কোম্পানি এই ফোনটিকে শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই লঞ্চ করেছে - 6GB RAM আর 128GB স্টোরেজ। ভারতে Honor 20 এর দাম 32,999 টাকা।
কোম্পানি এই ফোনটিকে শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই লঞ্চ করেছে - 6GB RAM আর 128GB স্টোরেজ। ভারতে Honor 20 এর দাম 32,999 টাকা।
advertisement
3/7
গ্রাহকরা এই ফোন no-cost EMI-তেও কিনতে পারবেন। কোম্পানি এই ফোনটির সাথে বাইব্যাক অফারো দিয়েছে। এই বাইব্যাক অফারে, আপনার যদি ফোনটি ভাল না লাগে তো ৯০ দিনের  মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন।
গ্রাহকরা এই ফোন no-cost EMI-তেও কিনতে পারবেন। কোম্পানি এই ফোনটির সাথে বাইব্যাক অফারো দিয়েছে। এই বাইব্যাক অফারে, আপনার যদি ফোনটি ভাল না লাগে তো ৯০ দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন।
advertisement
4/7
এছাড়াও জিও-র সঙ্গে হাত মিলিয়েছে  Honor। এই ফোন কিনলে পেয়ে যাবেন 2,200 টাকার  ক্যাশব্যাক আর 125GB 4G ডেটা।
এছাড়াও জিও-র সঙ্গে হাত মিলিয়েছে Honor। এই ফোন কিনলে পেয়ে যাবেন 2,200 টাকার ক্যাশব্যাক আর 125GB 4G ডেটা।
advertisement
5/7
এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে।  ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ম্যাজিক UI 2.1। আর থাকবে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980।
এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ম্যাজিক UI 2.1। আর থাকবে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980।
advertisement
6/7
 ছবি তোলার জন্য Honor 20 ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
ছবি তোলার জন্য Honor 20 ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
7/7
ফোনের ভীতরে রয়েছে 3,750 mAh ব্যাটারি সাথে রয়েছে 22.5W ফাস্ট চারজিং। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য Honor 20 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর USB Type-C পোর্ট।
ফোনের ভীতরে রয়েছে 3,750 mAh ব্যাটারি সাথে রয়েছে 22.5W ফাস্ট চারজিং। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য Honor 20 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর USB Type-C পোর্ট।
advertisement
advertisement
advertisement