Google Pixel 7 সিরিজ লঞ্চ হতেই ৬ সিরিজের দাম পড়ল চড়চড়িয়ে! এখন দাম ৩০ হাজারেরও কমে, এই সুযোগ হাতছাড়া করবেন না

Last Updated:
জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৬এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।
1/7
গুগল সম্প্রতি তাদের নতুন পিক্সেল ৭ সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে। যাঁরা গুগলের এই পিক্সেল ফোন ক্রয় করতে চান তাঁরা এবার ফোন মুঠোবন্দি করতে পারবেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁরা বেশি দাম হওয়ার জন্য ইচ্ছা থাকলেও গুগল পিক্সেল ফোন ক্রয় করতে পারেন না। তাঁদের জন্য এবার গুগল নিয়ে এসেছে একটি দুর্ধর্ষ অফার।
গুগল সম্প্রতি তাদের নতুন পিক্সেল ৭ সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে। যাঁরা গুগলের এই পিক্সেল ফোন ক্রয় করতে চান তাঁরা এবার ফোন মুঠোবন্দি করতে পারবেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁরা বেশি দাম হওয়ার জন্য ইচ্ছা থাকলেও গুগল পিক্সেল ফোন ক্রয় করতে পারেন না। তাঁদের জন্য এবার গুগল নিয়ে এসেছে একটি দুর্ধর্ষ অফার।
advertisement
2/7
 গুগল তাদের পিক্সেল ৬এ সিরিজের ফোন খুবই কম দামে বিক্রি করছে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৬এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।
গুগল তাদের পিক্সেল ৬এ সিরিজের ফোন খুবই কম দামে বিক্রি করছে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৬এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।
advertisement
3/7
ফ্লিপকার্টের লাইভ ব্যানার থেকে জানা গিয়েছে যে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৪৯ টাকায়। এমনিতে গুগল পিক্সেল ৬এ ফোনের আসল দাম ৪৩,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে ১৭,০০০ টাকার এক্সচেঞ্জ অফার। এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৪৯ টাকায়।
ফ্লিপকার্টের লাইভ ব্যানার থেকে জানা গিয়েছে যে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৪৯ টাকায়। এমনিতে গুগল পিক্সেল ৬এ ফোনের আসল দাম ৪৩,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে ১৭,০০০ টাকার এক্সচেঞ্জ অফার। এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৪৯ টাকায়।
advertisement
4/7
গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে। এছাড়াও গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন। গুগল পিক্সেল ৬এ ফোনের স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২০:৯।
গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে। এছাড়াও গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন। গুগল পিক্সেল ৬এ ফোনের স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২০:৯।
advertisement
5/7
গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসাবে গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২। এছাড়াও গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর গুগল টেনসর (৫ এনএম) প্রসেসর।
গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসাবে গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২। এছাড়াও গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর গুগল টেনসর (৫ এনএম) প্রসেসর।
advertisement
6/7
গুগল পিক্সেল ৬এ ফোনে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে এফ/ ১.৭ অ্যাপারচার যুক্ত ১২.২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে আরও একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য গুগল পিক্সেল ৬এ ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
গুগল পিক্সেল ৬এ ফোনে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে এফ/ ১.৭ অ্যাপারচার যুক্ত ১২.২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে আরও একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য গুগল পিক্সেল ৬এ ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
advertisement
7/7
গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে ৪৪১০ এমএএইচ ব্যাটারি। গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে ১৮ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল ৬এ ফোন লম্বায় ১৫২.২ এমএম, চওড়ায় ৭১.৮ এমএম এবং এই ফোনের থিকনেস ৮.৯ এমএম। গুগল পিক্সেল ৬এ ফোনের ওজন ১৭৮ গ্রাম।
গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে ৪৪১০ এমএএইচ ব্যাটারি। গুগল পিক্সেল ৬এ ফোনে ব্যবহার করা হয়েছে ১৮ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল ৬এ ফোন লম্বায় ১৫২.২ এমএম, চওড়ায় ৭১.৮ এমএম এবং এই ফোনের থিকনেস ৮.৯ এমএম। গুগল পিক্সেল ৬এ ফোনের ওজন ১৭৮ গ্রাম।
advertisement
advertisement
advertisement