মাত্র ১০৯৫ টাকায় পেয়ে যাবেন JioPhone, সঙ্গে মিলবে ৬ মাসের ফ্রি ডেটা ও কলিং পরিষেবা
Last Updated:
advertisement
এই অফারে ৫০১ টাকায় জিওফোন পেয়ে যাবেন ৷ এবং আগামী ৬ মাসের জন্য কেবল ৯৯ টাকার রিচার্জ ভাউচার্জস দেওয়া হবে ৷ এই ভাবে জিও ফোনের সঙ্গে ৬ মাসের জন্য বিনামূল্যে ভয়েস কলিং ও ডেটা পেয়ে যাবেন মাত্র ১০৯৫ টাকায় ৷ এই স্কিম মনসুন হাঙ্গামা এক্সচেঞ্জ অফার সঙ্গে যুক্ত ৷ তাই নতুন জিওফোনের জন্য পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জে দিতে হবে ৷
advertisement
আপনিও যদি এই অফারের সুবিধা নিতে চান তাহলে এর জন্য জিও-র অফিশিয়াল ওয়েবসাইট www.jio.com এ ১০৯৫ টাকার 'JioPhone Festive Gift Card' কিনতে হবে ৷ এরপর সংস্থার তরফে আপনাকে কার্ড ডেলিভার করা হবে ৷ এরপর আফনার নিকটবর্তী রিল্যায়েন্স ডিজিটাল, MyJio স্টোরে আপনার পুরনো ফিচার ফোন (চার্জার সহ) নিয়ে যেতে হবে ৷ এরপর আপনাকে নতুন জিও ফোন নতুন জিও সিমের সঙ্গে দেওয়া হবে ৷ যে ফোনটি আপনি এক্সচেঞ্জ করতে চান সেটি যেন ওয়ার্কিং অবস্থায় থাকে ৷
advertisement