Mobile: মোবাইলে কভার পরিয়েছেন? ব্যবহারকারীর সামান্য এই কয়েক ভুলেই ফোনের সর্বনাশ! কী করবেন, কী করবেন না?
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Mobile Charging: ফোন যখন পুরনো হতে শুরু করে, তখন কিছু সাধারণ সমস্যা হয়। ব্যবহারকারীদের কিছু বদ অভ্যাসের কারণেও ফোনের ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে এবং ব্যাটারি দ্রুত নিঃশেষ হতে শুরু করে। তাহলে জেনে নেওয়া যাক, কী কী ভুল এড়িয়ে চলা উচিত।
*স্মার্টফোন এখন আমাদের প্রয়োজনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। এটি সর্বদা যাতে সঠিক ভাবে চলে, তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। একটি নতুন ফোন কেনার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে যাতে স্ক্র্যাচ না পড়ে, তার জন্য আমরা একটি কভার এবং একটি স্ক্রিন গার্ড ব্যবহার করে থাকি। যাতে ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু ফোন যখন পুরনো হতে শুরু করে, তখন কিছু সাধারণ সমস্যায় পড়তে হয় প্রায় সকলকেই। সংগৃহীত ছবি।
advertisement
*ব্যবহারকারীরা সবচেয়ে সাধারণ যে সমস্যার মুখোমুখি হন, সেটি হল - মোবাইল ফোনে চার্জিংয়ের সমস্যা। আসলে ফোন যত পুরনো হয়, ফোনের চার্জের গতিও ধীর হতে শুরু করে। অথবা ব্যাটারিও দ্রুত ফুরিয়ে যেতে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনে হয় যে, যখন এমন সমস্যা হচ্ছে, তবে তার মানে ফোনটি পুরনো হতে শুরু করেছে। অথবা ফোনের কোনও সমস্যার কারণেই এমনটা ঘটছে। সংগৃহীত ছবি।
advertisement
*তবে বলে রাখা ভাল যে, সব সময় ফোনের সমস্যার কারণে এমনটা ঘটে না। ব্যবহারকারীদের কিছু বদ অভ্যাসের কারণেও ফোনের ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে এবং ব্যাটারি দ্রুত নিঃশেষ হতে শুরু করে। তাহলে জেনে নেওয়া যাক, কী কী ভুল এড়িয়ে চলা উচিত। আর এই ভুলগুলি এড়িয়ে চললে গ্রাহকরা নিজেদের ফোনের ব্যাটারিকে নতুনের মতো ভাল রাখতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
*গরমের দিনে ফোন অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তা নিয়ে গ্রাহকদের অবশ্যই সচেতন থাকতে হবে। আবার ফোন চার্জ করার সময়েও ব্যাটারি গরম হয়ে যেতে পারে। আসলে কেস বা কভারের মধ্যে ফোন রেখে চার্জ করলে এমনটা হতে পারে। কারণ কেস থাকার কারণে চার্জ দেওয়ার সময় ব্যাটারি থেকে যে তাপ নির্গত হয়, তা বাইরে বার হতে পারে না। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement