Airtel Prepaid Tariff Hikes: এয়ারটেল গ্রাহকদের বিরাট ঝটকা! প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে, চাপে সাধারণ মানুষ

Last Updated:
Latest Telecom Service Provider News|Airtel Prepaid Plans|Airtel Prepaid Tariff Revision|TRAI|airtel plan hikes|airtel recharge plan hikes: এয়ারটেল নম্বর থাকলেই এবার থেকে আরও বেশি টাকা খরচ করতে হবে
1/10
এয়ারটেলের (airtel Prepaid) গ্রাহকদের জন্য বিশাল ধাক্কা কেননা ৷ ভারতী এয়ারটেল রিচার্জ ট্যারিফের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এয়ারটেলের (airtel Prepaid) গ্রাহকদের জন্য বিশাল ধাক্কা কেননা ৷ ভারতী এয়ারটেল রিচার্জ ট্যারিফের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
সূত্রের খবর ২৬ নভেম্বর, ২০২১ থেকেই এই বাড়তি দামের টারিফ কার্যকর হচ্ছে ৷ সংস্থার পক্ষ থেকে টার্গেট করা হচ্ছে গ্রাহক প্রতি ২০০ টাকা করে গড় রেভিনিউ পৌঁছনোর প্রচেষ্টা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর ২৬ নভেম্বর, ২০২১ থেকেই এই বাড়তি দামের টারিফ কার্যকর হচ্ছে ৷ সংস্থার পক্ষ থেকে টার্গেট করা হচ্ছে গ্রাহক প্রতি ২০০ টাকা করে গড় রেভিনিউ পৌঁছনোর প্রচেষ্টা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
ট্যারিফের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার এয়ারটেল বেস প্ল্যানের দামও ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা করেছে (aitel also hiked base plans) ৷ প্রতীকী ছবি ৷
ট্যারিফের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার এয়ারটেল বেস প্ল্যানের দামও ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা করেছে (aitel also hiked base plans) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
নতুন ট্যারিফের এই প্যাক 2021 থেতে www.airtel. in ফলত ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে (For new tarrif 25% rupees has been hiked) ৷ আনলিমিটেড প্যাকের দাম দাম বৃদ্ধি বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
নতুন ট্যারিফের এই প্যাক 2021 থেতে www.airtel. in ফলত ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে (For new tarrif 25% rupees has been hiked) ৷ আনলিমিটেড প্যাকের দাম দাম বৃদ্ধি বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
৭৯ টাকার ট্যারিফের প্ল্যানের দাম বেড়ে ৯৯ টাকা হয়েছে ৯৯ মিনিটের টকটাইম সঙ্গে ২০০ এমবি ডাটা বিনামূল্যে (200 MB Data Free) সেকেন্ড প্রতি ১ পয়াসা করে চার্জ করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
৭৯ টাকার ট্যারিফের প্ল্যানের দাম বেড়ে ৯৯ টাকা হয়েছে ৯৯ মিনিটের টকটাইম সঙ্গে ২০০ এমবি ডাটা বিনামূল্যে (200 MB Data Free) সেকেন্ড প্রতি ১ পয়াসা করে চার্জ করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
১৪৯ দিনের প্ল্যানেরও দাম বেড়েছে সেটি বেড়ে হয়েছে ১৭৯ টাকা ৷ এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকেরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
১৪৯ দিনের প্ল্যানেরও দাম বেড়েছে সেটি বেড়ে হয়েছে ১৭৯ টাকা ৷ এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকেরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
এই প্ল্যানের অন্তর্গত প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে (100 SMS free per day) ৷ মোট ২ জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
এই প্ল্যানের অন্তর্গত প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে (100 SMS free per day) ৷ মোট ২ জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
এখানেই শেষ নয় ২১৯ টাকার এই প্ল্যানের দাম বৃদ্ধি হয়ে ২৬৫ টাকা হয়েছে ৷ এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং এর সুবিধার সঙ্গে সঙ্গে প্রতিদিন ১০০ করে এসএমএস বিনামূল্যে ও ১ জিবি করে ডেটা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
এখানেই শেষ নয় ২১৯ টাকার এই প্ল্যানের দাম বৃদ্ধি হয়ে ২৬৫ টাকা হয়েছে ৷ এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং এর সুবিধার সঙ্গে সঙ্গে প্রতিদিন ১০০ করে এসএমএস বিনামূল্যে ও ১ জিবি করে ডেটা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
২৪৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকা খরচ করতে হবে ৷ ৩৭৯ টাকার রিচার্জের ট্যারিফের দাম এখন ৪৫৫ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
২৪৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকা খরচ করতে হবে ৷ ৩৭৯ টাকার রিচার্জের ট্যারিফের দাম এখন ৪৫৫ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
৫৯৮ টাকার রিচার্জের পরিবর্তে ৭১৯ টাকা হয়েছে, ১,৪৯৮ টাকা থেকে বেড়ে ১,৭৯৯ টাকা হয়েছে, ২,৪৯৮ টাকার প্ল্যানে এবার থেকে ২,৯৯৯ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
৫৯৮ টাকার রিচার্জের পরিবর্তে ৭১৯ টাকা হয়েছে, ১,৪৯৮ টাকা থেকে বেড়ে ১,৭৯৯ টাকা হয়েছে, ২,৪৯৮ টাকার প্ল্যানে এবার থেকে ২,৯৯৯ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement