লঞ্চ হল LG-র নতুন স্মার্টফোন V40 ThinQ ও LG V40 ThinQ । ফোনের অন্যতম প্রধান আকর্ষণ-- রয়েছে পাঁচটি ক্যামেরা। LG V40 ThinQ-এ রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা ও দুটি সেলফি ক্যামেরা। এ ছাড়াও আছে Snapdragon ৮৪৫ চিপসেট IP68 সার্টিফিকেশান মিলিটারি গ্রেড বিল্ডবুমবক্স স্পিকার এবং ১৯:৫:৯ ডিসপ্লে।
Photo Source: Collected
LG-র নতুন এই স্মার্টফোনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা সেট আপ। একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার ও আরেকটি ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ক্যামেরা। দুর্দান্ত সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ফেস আনলক ফিচারও।
Photo Source: Collected