এবার কি ফেলে দিতে হবে 4G ফোন? 5G মোবাইল কেনার আগে এই বিষয়গুলি না জানলে ঠকে যাবেন!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ইতিমধ্যেই যাঁরা 5G স্পিড ব্যবহার করতে শুরু করে দিয়েছেন, তাঁরা অনেকেই দেখেছেন দ্রুত গতির কারণে 5G নেওয়ার্টে ডেটাও দ্রুত নিঃশেষ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে যদি দেখা যায় যে, কারও 5G ফোন থাকা সত্ত্বেও তিনি 5G নেটওয়ার্ক চালাতে পারছেন না, তাহলে তাঁকে নিজের ফোনের সফ্টওয়্যার আপডেট করে নিতে হবে। অথবা ফোনের সেটিং ঠিক আছে কিনা দেখতে হবে। টেলিকম সংস্থাগুলি দাবি করেছে, ব্যবহারকারীরা 4G নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে ১৫০এমবি ডাউনলোড স্পিড পান, 5G-তে এই গতি ১০জিবি প্রতি সেকেন্ড।