কিন্তু বড় এয়ার কন্ডিশনার কেনার খরচ অনেক। সেই কারণে অনেকের মনে ইচ্ছা থাকলেও এয়ার কন্ডিশনার কেনার স্বপ্ন অধরাই থেকে যায়। নতুন এই পোর্টেবল মিনি এয়ার কন্ডিশনার বাজারে আসায় এয়ার কন্ডিশনার কেনার জন্য এখন আর বিশ-ত্রিশ হাজার টাকা খরচ করার প্রয়োজন হচ্ছে না। অবিশ্বাস্য কম দামে আপনিও নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন একটি AC। শুধু এটি আকৃতিতে ছোট পোর্টেবল।