কোটি কোটি Android ফোন ব্যবহারকারী সমস্যায় পড়বেন! সতর্ক থাকতে বলল ভারত সরকার

Last Updated:
Android Devices: কোটি কোটি অ্যান্ড্রয়েড (Android Phone) ডিভাইস ঝুঁকিতে! ভারত সরকারের তরফে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জারি হল বড়সড় নিরাপত্তা সতর্কবার্তা।
1/9
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রযুক্তির এই সহজলভ্যতা যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনই বাড়িয়ে তুলেছে সাইবার ঝুঁকি। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বারবার উঠে এসেছে নিরাপত্তা হানির আশঙ্কা। সম্প্রতি ভারত সরকারের তরফে একটি গুরুতর নিরাপত্তা সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ডিভাইস সাইবার হামলার সম্ভাব্য শিকার হতে পারে বলে জানানো হয়েছে। Millions of Android devices at risk Indian government issued a big security warning for users here are problems what happening
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন (Android Phone) আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রযুক্তির এই সহজলভ্যতা যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনই বাড়িয়ে তুলেছে সাইবার ঝুঁকি। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বারবার উঠে এসেছে নিরাপত্তা হানির আশঙ্কা। সম্প্রতি ভারত সরকারের তরফে একটি গুরুতর নিরাপত্তা সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ডিভাইস সাইবার হামলার সম্ভাব্য শিকার হতে পারে বলে জানানো হয়েছে।
advertisement
2/9
Qualcomm চিপসেট যুক্ত ফোনে ধরা পড়েছে একাধিক ভয়ঙ্কর দুর্বলতা, যার সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই দখল নিতে পারে আপনার ফোনের গোপন তথ্য ও নিয়ন্ত্রণ। ঠিক কী সেই ঝুঁকি এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, তা নিয়েই এই প্রতিবেদন।
Qualcomm চিপসেট যুক্ত ফোনে ধরা পড়েছে একাধিক ভয়ঙ্কর দুর্বলতা, যার সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই দখল নিতে পারে আপনার ফোনের গোপন তথ্য ও নিয়ন্ত্রণ। ঠিক কী সেই ঝুঁকি এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, তা নিয়েই এই প্রতিবেদন।
advertisement
3/9
কোটিতে কোটিতে অ্যান্ড্রয়েড ডিভাইস সাইবার ঝুঁকিতে! ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলল ভারত সরকার

ভারত সরকারের তরফে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জারি হল বড়সড় নিরাপত্তা সতর্কবার্তা।
কোটি কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস সাইবার ঝুঁকিতে! ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলল ভারত সরকার। ভারত সরকারের তরফে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জারি হল বড়সড় নিরাপত্তা সতর্কবার্তা।
advertisement
4/9
কোটি কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস বর্তমানে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এই সতর্কবার্তা জারি করেছে Indian Computer Emergency Response Team (CERT-In)।

কী নিয়ে সতর্কতা?
কোটি কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস বর্তমানে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এই সতর্কবার্তা জারি করেছে Indian Computer Emergency Response Team (CERT-In)। কী নিয়ে সতর্কতা?
advertisement
5/9
এই সতর্কতা মূলত Qualcomm চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য। গুগলের Threat Analysis Group প্রথম এই সমস্যা চিহ্নিত করে। Qualcomm-এর একাধিক চিপসেট, GPU, Wi-Fi মডেমে ভয়ঙ্কর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
এই সতর্কতা মূলত Qualcomm চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য। গুগলের Threat Analysis Group প্রথম এই সমস্যা চিহ্নিত করে। Qualcomm-এর একাধিক চিপসেট, GPU, Wi-Fi মডেমে ভয়ঙ্কর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
advertisement
6/9
এগুলি ব্যবহার করে হ্যাকাররা ফোনে আক্রমণ চালিয়ে গোপন তথ্য চুরি করতে পারে কিংবা মালওয়্যার কোড ঢুকিয়ে দিতে পারে। কোন কোন চিপসেট সবচেয়ে ঝুঁকিতে?
এগুলি ব্যবহার করে হ্যাকাররা ফোনে আক্রমণ চালিয়ে গোপন তথ্য চুরি করতে পারে কিংবা মালওয়্যার কোড ঢুকিয়ে দিতে পারে। কোন কোন চিপসেট সবচেয়ে ঝুঁকিতে?
advertisement
7/9
Qualcomm জানিয়েছে, তাদের যেসব চিপসেট সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেগুলির মধ্যে রয়েছে—Snapdragon 480+ 5G

Snapdragon 662

Snapdragon 8 Gen 2

Snapdragon 8 Gen 3 (2024 সালের ফ্ল্যাগশিপ)

এই চিপসেটযুক্ত ফোনগুলি অবিলম্বে আপডেট করা না হলে হ্যাকারদের হাতে পড়ে যেতে পারে।
Qualcomm জানিয়েছে, তাদের যেসব চিপসেট সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেগুলির মধ্যে রয়েছে— Snapdragon 480+ 5G Snapdragon 662 Snapdragon 8 Gen 2 Snapdragon 8 Gen 3 (2024 সালের ফ্ল্যাগশিপ) এই চিপসেটযুক্ত ফোনগুলি অবিলম্বে আপডেট করা না হলে হ্যাকারদের হাতে পড়ে যেতে পারে।
advertisement
8/9
কী করবেন আপনি?Millions of Android devices at risk Indian government issued a big security warning for users here are problems what happening
মে ২০২৫-এর সিকিউরিটি আপডেট অবিলম্বে ইনস্টল করুন।

কীভাবে আপডেট করবেন?

Settings-এ যান

System Updates অপশন খুঁজুন

Check for new updates চাপুন
কী করবেন আপনি? মে ২০২৫-এর সিকিউরিটি আপডেট অবিলম্বে ইনস্টল করুন। কীভাবে আপডেট করবেন? Settings-এ যান System Updates অপশন খুঁজুন Check for new updates চাপুন!
advertisement
9/9
Millions of Android devices at risk Indian government issued a big security warning for users here are problems what happening

আপডেট থাকলে ডাউনলোড ও ইনস্টল করুন

ডিভাইস রিবুট করুন

। আপনার ফোনে Qualcomm চিপসেট থাকলে এখনই সতর্ক হন। নিয়মিত আপডেট না করলে ফোনের দখল চলে যেতে পারে হ্যাকারদের হাতে। সময় থাকতেই সাবধান হন, না হলে নিজের ডেটার কবর আপনি নিজেই খুঁড়ে ফেলবেন!
আপডেট থাকলে ডাউনলোড ও ইনস্টল করুন ডিভাইস রিবুট করুন । আপনার ফোনে Qualcomm চিপসেট থাকলে এখনই সতর্ক হন। নিয়মিত আপডেট না করলে ফোনের দখল চলে যেতে পারে হ্যাকারদের হাতে। সময় থাকতেই সাবধান হন, না হলে নিজের ডেটার কবর আপনি নিজেই খুঁড়ে ফেলবেন!
advertisement
advertisement
advertisement