Samsung Galaxy M04-এর মতো ফোন Amazon-এর বিশেষ ছাড়ে কিনে নেওয়া যেতে পারে ৮,৪৯৯ টাকার পরিবর্তে ৬,৯৯৯ টাকায়।সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Amazon-এর এই সেলে গ্রাহকরা ১৪,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১২,৪৯০ টাকায় কিনে নিতে পারেন এন্ট্রি লেভেল 5G ফোন, অর্থাৎ Samsung Galaxy M14 5G।