LPG Cylinder: গ্যাস সিলিন্ডারের Expiry Date হয়! চেক করেন না অনেকে, বাড়িতে বিপদ ঘটে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
LPG Gas- বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও যদি এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, তা হলে চাপ সহ্য করতে না পারায় তাপ বাড়িয়ে ফেলে।
advertisement
advertisement
advertisement
এভাবে এক্সপায়ারি ডেট জেনে নিন-1. যদি আপনার সিলিন্ডারে A লেখা থাকে, তা হলে বুঝবেন, সেটির মেয়াদ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত।2. যদি সিলিন্ডারে B লেখা থাকে, তবে সেটির মেয়াদ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। 3. একইভাবে যদি আপনার সিলিন্ডারে C লেখা থাকে, তাহলে সেটির মেয়াদ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।4. সিলিন্ডারে D লেখা থাকলে সেটি অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ সেটির।
advertisement
