Speaker: জমজমাট পার্টির জন্য স্পিকার খুঁজছেন! বেছে নিতে পারেন এই তালিকা থেকে
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যেকোনও ডিভাইসের সঙ্গে স্পিকার যুক্ত করে দিয়েই বাড়ির পরিবেশকে করে তোলা যায় উৎসব মুখর। বেড়াতে গেলেও সঙ্গে করে নিয়ে যাওয়া যায় পোর্টেবল স্পিকার। বেশির ভাগ ক্ষেত্রেই এই সব স্পিকারে থাকে ব্লু-টুথ কানেকটিভিটি।
আসছে উৎসবের মরশুম। এসময় বন্ধু-বান্ধবদের নিয়ে হুল্লোড় করতে সকলেই চান। অনেক পারিবারিক উৎসবেও গান-বাজনার প্রয়োজন হয়। আজকাল এমন অনুষ্ঠানের জন্য স্পিকারের কদর খুব বাড়ছে। যেকোনও ডিভাইসের সঙ্গে স্পিকার যুক্ত করে দিয়েই বাড়ির পরিবেশকে করে তোলা যায় উৎসব মুখর। বেড়াতে গেলেও সঙ্গে করে নিয়ে যাওয়া যায় পোর্টেবল স্পিকার। বেশির ভাগ ক্ষেত্রেই এই সব স্পিকারে থাকে ব্লু-টুথ কানেকটিভিটি। জেনে নেওয়া যাক ভাল স্পিকারের কথা—
advertisement
১. JBL PartyBox 710 সাধারণত পার্টির হুল্লোড়ে সব থেকে বেশি কদর থাকে বাস সাউন্ডের। হিপ-হপ জঁরের সঙ্গীত এই পরিমাণ বাস তো দাবি করেই। সেক্ষেত্রে সব থেকে ভাল ব্লু-টুথ স্পিকারের কথা বলতে গেলে বলতেই হয় JBL PartyBox 710 –এর কথা। বড় আকারের বুমিং এই স্পিকারটা দারুন আওয়াজ দেয়। এতে রয়েছে ২৬.৭ Hz ফ্রিকোয়েন্সি এক্সটেনশন। বেস-হেভি টিউন প্রায় মাটি কাঁপিয়ে দিতে পারে। সঙ্গে রয়েছে Bass Boost ফিচার। এতে রাম্বলের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। এর সঙ্গে রয়েছে একাধিক বিল্ট-ইন ফিচার। যেমন মাইক্রোফোন, গিটার ইনপুট। কাস্টোমাইজযোগ্য RGB আলো, ডিজে এফেক্ট।
advertisement
২. Ultimate Ears HYPERBOOM এছাড়া বেছে নেওয়া যেতে পারে Ultimate Ears HYPERBOOM। এটি একটি পোর্টেবল স্পিকার। আকার এবং ওজনে বেশ ছোট। তাই যেকোনও জায়গায় পরিবহণ করা যায়। এর সঙ্গে একটি স্ট্যাপও রয়েছে পরিবহণ করার জন্য। এর সর্বোচ্চ ক্ষমতা ৯৮ ডেসিবেল। ২৩ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যায়। তবে এতে গিটার বা মাউক্রোফোনের ইনপুট নেই।
advertisement
৩. JBL PartyBox 310 এটি একটি প্রিমিয়াম স্পিকার। রক, পপ ঘরনার জন্য একেবারে উপযুক্ত এটি। এর মধ্যে রয়েছে গ্রাফিক EQ। প্রিসেট করার ক্ষমতা এর সাউন্ড পারফর্ম্যান্স কাস্টোমাইজ করতে দেয়। স্পিকারের চারপাশে থাকছে RGB লাইট। এই আলোর রঙ এবং ধরনও নিজের মতো বদলে নেওয়া যায়। পরিবহণের জন্য এতে রয়েছে চাকা এবং টেলিস্কোপিট হ্যান্ডল।
advertisement
৪. JBL PartyBox 110 সাশ্রয়ী মূল্যে এই স্পিকার খুবই ভাল। JBL PartyBox অ্যাপের সঙ্গে এর সংযোগ করিয়ে নেওয়া যেতে পারে। সেখান থেকেই RGB লাইটের রঙ ও ধরন বদলে নেওয়ার টুল পাওয়া যাবে। শব্দ পরিবর্তন করার জন্য একটি গ্রাফিক EQ এবং Bass Boost প্রিসেট পাওয়া যাবে। তবে এর আওয়াজ একটু কম। এটি লো-বাস তৈরি করতে পারে। তবে এর সঙ্গে কোনও চাকা নেই।
advertisement