Tech News: কাজ করতে করতে ঝপঝপ বন্ধ হচ্ছে ল্যাপটপ! কী কাণ্ড, নিজেই ঠিক করতে পারবেন এই ম্যাজিকে!
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
বিশ্ব জুড়ে বিপুল সংখ্যক মানুষ Windows ল্যাপটপ ব্যবহার করে থাকেন। আর ব্যাটারি সাশ্রয় করার জন্য এর মধ্যেও একই ধরনের মোড পাওয়া যায়।
জরুরিকালীন সময়ে ব্যাটারি সাশ্রয় করার জন্য এবং ফোনকে দীর্ঘক্ষণ চালানোর জন্য এতে পাওয়ার সেভিং মোডের বিকল্প থাকে। অনেকেই জানেন এই বিষয়টা। বিশ্ব জুড়ে বিপুল সংখ্যক মানুষ Windows ল্যাপটপ ব্যবহার করে থাকেন। আর ব্যাটারি সাশ্রয় করার জন্য এর মধ্যেও একই ধরনের মোড পাওয়া যায়। তবে অনেকেই এই বিষয়ে অবগত নন। এই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Settings app-এর মাধ্যমে কীভাবে ব্যাটারি সেভার মোড চালু করা যায়?১. Start আইকনে রাইট ক্লিক করতে হবে এবং তারপর লিস্ট থেকে সেটিংস নির্বাচন করতে হবে।
২. এরপর System tab থেকে Power & battery-তে ক্লিক করতে হবে।
৩. এবার Battery-র অধীনে থাকা Battery saver-এ ক্লিক করতে হবে।
৪. তারপর Battery saver মোড এনেবল করতে Turn on now বাটনে ক্লিক করতে হবে।
ব্যাটারি সেভার মোড অন থাকলে ব্যবহারকারী Turn off now বাটন দেখতে পাবেন। এর পাশাপাশি ল্যাপটপ পাওয়ার আউটলেটে প্লাগ-ইন করলে ব্যাটারি সেভার মোড ডিজেবল হয়ে যাবে।