ল্যাপটপের ব্যাটারি ১ ঘণ্টাও চলে না? এই ভুলগুলি করছেন না তো? জানুন আর সতর্ক হন এখনই
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Fix Laptop Battery Draining: অনেকেই অভিযোগ করেন যে ল্যাপটপের ব্যাটারি ১ ঘন্টার কম স্থায়ী হয়। এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম - ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক প্রোগ্রাম চলে, যার প্রয়োজন হয় না। ল্যাপটপে এমন অনেক সফ্টওয়্যার রয়েছে, যা ইউজাররা খুব কমই ব্যবহার করেন। কিন্তু, তা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। এছাড়া অনেক স্টার্টআপ প্রোগ্রামও অকারণে ল্যাপটপের প্রসেসিং বাড়ায়। ইউজাররা টাস্ক ম্যানেজারে গিয়ে ব্যাকগ্রাউন্ডে চলা প্রোগ্রামগুলি বন্ধ করতে পারেন। এছাড়াও, ইউজাররা অকাজের প্রোগ্রাম আনইনস্টল করতে পারেন।
advertisement
ডিসকানেক্ট আনওয়ান্টেড ডিভাইস - স্পিকার, কুলার এবং চার্জার সবসময় ল্যাপটপের সঙ্গে সংযুক্ত রাখলেও ব্যাটারির খরচ হয়। এছাড়া এক্সটার্নাল হার্ডডিস্ক বা ব্যাটারি বেশি খরচ করা কোনও এক্সটার্নাল ডিভাইস ইন্সটল করলে ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই ব্যাটারির পাওয়ারে কম এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করাই ভাল।
advertisement









