How To Reduce Electric Bill: ৩ বা ৪-এ ফ্যান চালালে কম বিদ্যুৎ খরচ হয়? ৫-এ চললে বেশি? ফাঁস হল আসল সত্যিটা! অবশ্যই জেনে নিন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Knowledge || Fan Speed And Electricity Bill: অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কম সংখ্যায় অর্থাৎ ধীর গতিতে ফ্যান চালান। কারণ তাঁরা মনে করেন, ৫ এর বদলে ৩ বা ৪-এ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কম হয়, বিল কম আসে। কিন্তু সত্যিই কি তাই?
গরম বেশ ভালই পরে গিয়েছে ইতিমধ্যেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। অনেকেই বাড়িতে পাখা চালাতে শুরু করেছেন এরইমধ্যে। আর কে না জানে গরম কাল মানেই ফ্যান আর এসির দরুন লম্বা বিদ্যুৎ বিল। তাই শীতের তুলনায় গ্রীষ্মকালে বিদ্যুৎ বিল চড়া থাকে অনেকটাই। দিনভর ফ্যান, এসি, কুলার চলতে থাকে যা বিদ্যুৎ খরচ বাড়ায়।
advertisement
এক্ষেত্রে দেখা যায় অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কম সংখ্যায় অর্থাৎ ধীর গতিতে ফ্যান চালান। কারণ তাঁরা মনে করেন, ৫ এর বদলে ৩ বা ৪-এ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কম হয়, বিল কম আসে। কিন্তু সত্যিই কি তাই? আসলে আদতে বিষয়টি কতটা সত্য আর কতটা ভুল তা খতিয়ে দেখার চেষ্টা করে না কেউই। আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সত্যিটা আসলে কী। এই ধারণা কতটা সঠিক আর কতটা ভুল।
advertisement
advertisement
advertisement
ফ্যানের গতির সঙ্গে বিদ্যুৎ বিলের সম্পর্ক একটি ফ্যান যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে, তা তার গতির সঙ্গে সম্পর্কিত ঠিকই, তবে তা নির্ভর করে রেগুলেটরের উপরে। একটা ফ্যানের রেগুলেটরের উপরে নির্ভর করে সেই পাখা কতটা গতিতে ঘুরবে এবং তার দ্বারাই নির্ধারিত হয়, কতটা বিদ্যুৎ বাঁচানো যেতে পারে। কিন্তু কিছু এমনও রেগুলেটর রয়েছে, যেগুলি কেবলই ফ্যানের স্পিড বাড়ায়, তার সঙ্গে বিদ্যুৎ খরচের কোনও সম্পর্ক নেই।
advertisement
একইসঙ্গে বলে রাখা ভাল পুরনো রেগুলেটরে ফ্যানের গতি বাড়ানো বা কমার প্রভাব পড়ত বিদ্যুতের ওপর। সেইসব পাখাগুলি আকারে অপেক্ষাকৃত অনেক বড় ছিল। কিন্তু, এখন প্রযুক্তি যত বাড়ছে, নিয়ন্ত্রকের ব্যবস্থাও বদলেছে। এখন রেগুলেটরগুলি আগের চেয়ে ভিন্ন প্রযুক্তিতে কাজ করে। তবে এমন রেগুলেটর এখনও বাজারে পাওয়া যায়, যার মাধ্যমে রেগুলেটর নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা যায়। এক্ষেত্রে জেনে নেওয়া যাক ইলেক্ট্রনিক রেগুলেটরের কথা।
advertisement
ইলেকট্রনিক রেগুলেটর যেভাবে আপনার বিদ্যুৎ খরচ বাঁচাতে পারে আজকাল ইলেকট্রনিক রেগুলেটর ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। তার কারণ, এই ধরনের রেগুলেটরগুলি গরমে আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই বাঁচাতে পারে। একটা ইলেকট্রনিক রেগুলেটরের সাহায্যে ফ্যানের টপ স্পিড এবং সবথেকে কম স্পিডের মধ্যে বৈদ্যুতিক শক্তির পার্থক্য দেখা হয়।