ফ্লিপকার্ট বিগ ব্য়াং সেল-এ আইফোন এক্স এস ৬৪ জিবি ও আইফোন এক্স এস ম্য়াক্স সবগুলোই বিক্রি হয়ে গিয়েছে৷ তবে যদি আপনার ফোন কেনার বাজেট খুব বেশি হয় তাহলে ২৫৬ জিবি আইফোন এক্স এস পেয়ে যেতে পারেন ৫০০০ টাকা কম দামে৷ ১ লক্ষ ১৪ হাজার ৯০০ টাকার ফোন ফ্লিপকার্টে পাবেন ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকায়৷
advertisement
2/11
ওয়ান প্লাস সিক্স৷ অ্য়ামাজনে বিক্রি হয়ে গিয়েছে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ফোন৷ তবে এখনও পাওয়া যাচ্ছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সন৷ ৩৯.৯৯৯ টাকার এই ফোন পাবেন ৩৪,৯৯৯ টাকায়৷
advertisement
3/11
১৪,৯৯৯ টাকার রেডমি নোট ৫ প্রো ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়৷ পুরনো ফোন এক্সচেঞ্জ করে পেয়ে যেতে পারেন ১১,৯৯৯ টাকায়৷
advertisement
4/11
৬৭,৯৪০ টাকার আইফোন ৮ ৬৪ জিবি-র ফোন ৫৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট, অ্য়ামাজন দু-জায়গাতেই৷ আইফোন ৮ প্লাস ৬৪ জিবি ফ্লিপকার্টে পেয়ে যাবেন ৬৩,৯৯৯ টাকায়৷ বজারে দাম ৭৭,৫৬০ টাকা৷