Ear Safety: দিন-রাত কানে ইয়ারফোন? হতে পারেন বধির, কান বাঁচানোর সহজ টিপস রইল
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Ear Phone use problem:যদি ক্রমাগত ব্যবহারের ফলে কানের ক্ষতি হয়ে থাকে, কানকে কীভাবে নিরাপদ রাখতে হবে সে সম্পর্কে আজ আমরা কিছু দিক আলোচনা করব
আমরা নানা ক্ষেত্রে ইয়ারফোন ব্যবহার করি। গান শোনা থেকে শুরু করে, পডকাস্ট এবং চলচ্চিত্র দেখার সময় কাউকে বিরক্ত না করে ইয়ারফোনের সাহায্যে নিজেদের পছন্দের বিষয় শুনতে পারি।তবে নিয়মিত ইয়ারফোনের ব্যবহার কিন্তু আমাদের শ্রবণশক্তি হ্রাসের মতো সমস্যা তৈরি করতে পারে। তাই ইয়ারফোন ব্যবহার করার সময় আমাদের সতর্ক থাকা উচিত। যদি ক্রমাগত ব্যবহারের ফলে কানের ক্ষতি হয়ে থাকে, কানকে কীভাবে নিরাপদ রাখতে হবে সে সম্পর্কে আজ আমরা কিছু দিক আলোচনা করব।
advertisement
advertisement
নয়েজ-ক্যান্সেল হেডফোন-ইয়ারফোন ব্যবহার করার সময় কান সুরক্ষিত রাখার আরেকটি টিপ হল বিল্ট-ইন মাইক্রোফোন সহ নয়েজ-ক্যান্সেল হেডফোন বা হেডসেটে কেনা। এই ধরনের ডিভাইসগুলি বাইরের আওয়াজ কমাতে সাহায্য করে। উপরন্তু, এগুলি বেস সেটিংস এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল প্রযুক্তির মতো ফিচার সহ উপলব্ধ হওয়ায় ব্যবহারকারীদের শোনার অভিজ্ঞতা বাড়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
ইয়ারফোন ব্যবহার করার সময় মনে রাখতে হবে আমাদের কান যেন নিরাপদে থাকে। প্রথমত, শ্রবণশক্তি রক্ষা করার জন্য সর্বদা নিরাপদ ভলিউম শোনা। দ্বিতীয়ত, একবারে কয়েক ঘণ্টার বেশি ইয়ারফোন ব্যবহার না করা। তৃতীয়ত, নিয়মিত ইয়ারফোন পরিষ্কার এবং প্রয়োজনে ইয়ারবাড পরিবর্তন করা। অবশেষে, যদি কানে ব্যথা বা অস্বস্তি অনুভূত হয় অবিলম্বে ইয়ারফোন ব্যবহার বন্ধ করা। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শও প্রয়োজন বুঝে নেওয়া জরুরি।