Jio Recharge Plans: সস্তার দুটি রিচার্জ প্ল্যান চালু করল Jio, কোনটিতে বেশি লাভ? রইল বিস্তারিত খোঁজ

Last Updated:
Jio Recharge Plans: ২৩৯ ও ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান এনেছে জিও, আপনার জন্য কোনটা লাভজনক দেখে নিন
1/8
গত কয়েক মাসে রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। দাম বাড়িয়েছে প্রায় সব টেলিকম অপারেটররাই। পরিসংখ্যান অনুযায়ী, রিচার্জ প্ল্যান এখন ২৫ শতাংশ পর্যন্ত ব্যয়বহুল। এই পরিস্থিতিতে দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। যত খুশি ফোন কল তো আছেই সঙ্গে ৪জি ডেটা এবং জিও পরিষেবার সাবস্ক্রিপশনও মিলছে।
গত কয়েক মাসে রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। দাম বাড়িয়েছে প্রায় সব টেলিকম অপারেটররাই। পরিসংখ্যান অনুযায়ী, রিচার্জ প্ল্যান এখন ২৫ শতাংশ পর্যন্ত ব্যয়বহুল। এই পরিস্থিতিতে দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। যত খুশি ফোন কল তো আছেই সঙ্গে ৪জি ডেটা এবং জিও পরিষেবার সাবস্ক্রিপশনও মিলছে।
advertisement
2/8
একেক ইউজারের একের রকমের চাহিদা। কেউ বেশি ডেটা চান, কেউ বা বিনামূল্যে সাবস্ক্রিপশন। তাঁদের কথা মাথায় রেখেই ২৩৯ টাকা এবং ২৪৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। এখানে দুটি প্ল্যানের যাবতীয় তথ্য দেওয়া হল।
একেক ইউজারের একের রকমের চাহিদা। কেউ বেশি ডেটা চান, কেউ বা বিনামূল্যে সাবস্ক্রিপশন। তাঁদের কথা মাথায় রেখেই ২৩৯ টাকা এবং ২৪৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। এখানে দুটি প্ল্যানের যাবতীয় তথ্য দেওয়া হল।
advertisement
3/8
২৩৯ টাকার রিচার্জ প্ল্যান সামান্য সস্তা হলেও ডেটা বেশি পাওয়া যাচ্ছে। প্রতিদিন মিলছে ১.৫ জিবি। সেখানে ২৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহক। তবে জিও-এর ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান ২২ দিনের অর্থাৎ মেয়াদ ৩ সপ্তাহের।
২৩৯ টাকার রিচার্জ প্ল্যান সামান্য সস্তা হলেও ডেটা বেশি পাওয়া যাচ্ছে। প্রতিদিন মিলছে ১.৫ জিবি। সেখানে ২৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহক। তবে জিও-এর ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান ২২ দিনের অর্থাৎ মেয়াদ ৩ সপ্তাহের।
advertisement
4/8
আর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান ২৮ দিনের, চার সপ্তাহের মেয়াদ। সব মিলিয়ে জিও-এর ২৩৯ টাকার প্ল্যানে ৩৩ জিবির ডেটা পাওয়া যায় আর ২৪৯ টাকার প্ল্যানে হাই স্পিডের ২৮ জিবি ডেটা পান গ্রাহক।
আর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান ২৮ দিনের, চার সপ্তাহের মেয়াদ। সব মিলিয়ে জিও-এর ২৩৯ টাকার প্ল্যানে ৩৩ জিবির ডেটা পাওয়া যায় আর ২৪৯ টাকার প্ল্যানে হাই স্পিডের ২৮ জিবি ডেটা পান গ্রাহক।
advertisement
5/8
দুটি প্ল্যানেই যত খুশি কলিং-এর সুবিধা দিচ্ছে জিও। সঙ্গে মিলছে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। এর পাশাপাশি সম্পূর্ণ মেয়াদ জুড়ে প্রতিদিন বিনামূল্যে ১০০টি করে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহক।
দুটি প্ল্যানেই যত খুশি কলিং-এর সুবিধা দিচ্ছে জিও। সঙ্গে মিলছে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। এর পাশাপাশি সম্পূর্ণ মেয়াদ জুড়ে প্রতিদিন বিনামূল্যে ১০০টি করে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহক।
advertisement
6/8
এককথায় বলতে হলে, বারবার রিচার্জ যাঁদের না-পসন্দ, দীর্ঘমেয়াদে রিচার্জ প্ল্যান ব্যবহার করতে চান, তাঁদের জন্য ২৪৯ টাকার প্ল্যান আদর্শ। আর যাঁরা বেশি ডেটা চান, প্রয়োজন অনুযায়ী রিচার্জ করতে অসুবিধা নেই, তাঁদের জন্য ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান সুবিধাজনক। দুটি রিচার্জ প্ল্যান একনজরে দেখে নেওয়া যাক।
এককথায় বলতে হলে, বারবার রিচার্জ যাঁদের না-পসন্দ, দীর্ঘমেয়াদে রিচার্জ প্ল্যান ব্যবহার করতে চান, তাঁদের জন্য ২৪৯ টাকার প্ল্যান আদর্শ। আর যাঁরা বেশি ডেটা চান, প্রয়োজন অনুযায়ী রিচার্জ করতে অসুবিধা নেই, তাঁদের জন্য ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান সুবিধাজনক। দুটি রিচার্জ প্ল্যান একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
7/8
২৩৯ টাকার রিচার্জ প্ল্যান: প্রতিদিন ডেটা – প্রতিদিন মিলছে ১.৫ জিবি ডেটা। মেয়াদ – ২২ দিন অর্থাৎ ৩ সপ্তাহ। মোট ডেটা – ৩৩ জিবি। আনলিমিটেড কলিং – যত খুশি কলিংয়ের সুবিধা মিলবে। জিও অ্যাপ – জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। কাদের জন্য আদর্শ – যাঁরা প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ প্ল্যান।
২৩৯ টাকার রিচার্জ প্ল্যান: প্রতিদিন ডেটা – প্রতিদিন মিলছে ১.৫ জিবি ডেটা। মেয়াদ – ২২ দিন অর্থাৎ ৩ সপ্তাহ। মোট ডেটা – ৩৩ জিবি। আনলিমিটেড কলিং – যত খুশি কলিংয়ের সুবিধা মিলবে। জিও অ্যাপ – জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। কাদের জন্য আদর্শ – যাঁরা প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ প্ল্যান।
advertisement
8/8
২৪৯ টাকার রিচার্জ প্ল্যান: প্রতিদিন ডেটা – প্রতিদিন মিলছে ১ জিবি ডেটা। মেয়াদ – ২৮ দিন অর্থাৎ ৪ সপ্তাহ। মোট ডেটা – ২৮ জিবি। আনলিমিটেড কলিং – যত খুশি কলিংয়ের সুবিধা মিলবে। জিও অ্যাপ – জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। কাদের জন্য আদর্শ – যাঁরা বারবার রিচার্জ করতে পছন্দ করেন না তাঁদের জন্য আদর্শ প্ল্যান।
২৪৯ টাকার রিচার্জ প্ল্যান: প্রতিদিন ডেটা – প্রতিদিন মিলছে ১ জিবি ডেটা। মেয়াদ – ২৮ দিন অর্থাৎ ৪ সপ্তাহ। মোট ডেটা – ২৮ জিবি। আনলিমিটেড কলিং – যত খুশি কলিংয়ের সুবিধা মিলবে। জিও অ্যাপ – জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। কাদের জন্য আদর্শ – যাঁরা বারবার রিচার্জ করতে পছন্দ করেন না তাঁদের জন্য আদর্শ প্ল্যান।
advertisement
advertisement
advertisement