Jio Recharge Plans: সস্তার দুটি রিচার্জ প্ল্যান চালু করল Jio, কোনটিতে বেশি লাভ? রইল বিস্তারিত খোঁজ
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Jio Recharge Plans: ২৩৯ ও ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান এনেছে জিও, আপনার জন্য কোনটা লাভজনক দেখে নিন
গত কয়েক মাসে রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। দাম বাড়িয়েছে প্রায় সব টেলিকম অপারেটররাই। পরিসংখ্যান অনুযায়ী, রিচার্জ প্ল্যান এখন ২৫ শতাংশ পর্যন্ত ব্যয়বহুল। এই পরিস্থিতিতে দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। যত খুশি ফোন কল তো আছেই সঙ্গে ৪জি ডেটা এবং জিও পরিষেবার সাবস্ক্রিপশনও মিলছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২৩৯ টাকার রিচার্জ প্ল্যান: প্রতিদিন ডেটা – প্রতিদিন মিলছে ১.৫ জিবি ডেটা। মেয়াদ – ২২ দিন অর্থাৎ ৩ সপ্তাহ। মোট ডেটা – ৩৩ জিবি। আনলিমিটেড কলিং – যত খুশি কলিংয়ের সুবিধা মিলবে। জিও অ্যাপ – জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। কাদের জন্য আদর্শ – যাঁরা প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ প্ল্যান।
advertisement
২৪৯ টাকার রিচার্জ প্ল্যান: প্রতিদিন ডেটা – প্রতিদিন মিলছে ১ জিবি ডেটা। মেয়াদ – ২৮ দিন অর্থাৎ ৪ সপ্তাহ। মোট ডেটা – ২৮ জিবি। আনলিমিটেড কলিং – যত খুশি কলিংয়ের সুবিধা মিলবে। জিও অ্যাপ – জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। কাদের জন্য আদর্শ – যাঁরা বারবার রিচার্জ করতে পছন্দ করেন না তাঁদের জন্য আদর্শ প্ল্যান।









