শুরু ‘Jio Phone 2’-এর ফ্ল্যাশ সেল, জেনে নিন কিনবেন কীভাবে

Last Updated:
1/5
ফের শুরু হতে চলেছে রিল্যায়েন্সের  Jio Phone 2-এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল ৷ বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ শুরু হবে এই ফ্ল্যাশ ৷ এর আগে ১৩ অগস্ট এই প্রথম ফ্ল্যাশ সেল হয়েছিল ‘Jio Phone 2-এর ৷ আর এবার হতে চলেছে দ্বিতীয় ফ্ল্যাশ সেল ৷
ফের শুরু হতে চলেছে রিল্যায়েন্সের Jio Phone 2-এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল ৷ বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ শুরু হবে এই ফ্ল্যাশ ৷ এর আগে ১৩ অগস্ট এই প্রথম ফ্ল্যাশ সেল হয়েছিল ‘Jio Phone 2-এর ৷ আর এবার হতে চলেছে দ্বিতীয় ফ্ল্যাশ সেল ৷
advertisement
2/5
‘Jio Phone 2- ফ্ল্যাশ সেলে অংশ নিতে আপনাকে লগ ইন করতে হবে Jio.com-এ ৷ প্রথম ফ্ল্যাশ সেলে এক মিনিটের মধ্যেই স্টক শেষ হয়ে গিয়েছিল ৷ এই সেল একমাত্র হবে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটেই আয়োজিত হবে ৷
‘Jio Phone 2- ফ্ল্যাশ সেলে অংশ নিতে আপনাকে লগ ইন করতে হবে Jio.com-এ ৷ প্রথম ফ্ল্যাশ সেলে এক মিনিটের মধ্যেই স্টক শেষ হয়ে গিয়েছিল ৷ এই সেল একমাত্র হবে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটেই আয়োজিত হবে ৷
advertisement
3/5
দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু হয়ে যাবে এই বুকিং। মাইজিও অ্যাপ থেকে বুকিং করা যাবে। পাশাপাশি জিও.কম থেকেও বুকিং করতে পারবেন গ্রাহকরা।
দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু হয়ে যাবে এই বুকিং। মাইজিও অ্যাপ থেকে বুকিং করা যাবে। পাশাপাশি জিও.কম থেকেও বুকিং করতে পারবেন গ্রাহকরা।
advertisement
4/5
Jio.com-এ গিয়ে প্রথমে Jio Phone 2 ফ্ল্যাশ সেল অপশন আসবে ৷ সেখানে আপনাকে ক্লিক করতে হবে ৷ এরপর স্ক্রিনে আসবে Buy Now অপশন ৷ এরপর আপনার এলাকার পিনকোড লিখে হোম ডেলিভারির জন্য আপনার নাম, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি লিখতে হবে ৷ আপনি ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা পেটিএম ব্যবহার করে টাকা পেমেন্ট করতে পারেন ৷ বুকিং সম্পন্ন হলে আপনার ফোন ও ইমেলে নোটফিকেশন পৌঁছে যাবে ৷
Jio.com-এ গিয়ে প্রথমে Jio Phone 2 ফ্ল্যাশ সেল অপশন আসবে ৷ সেখানে আপনাকে ক্লিক করতে হবে ৷ এরপর স্ক্রিনে আসবে Buy Now অপশন ৷ এরপর আপনার এলাকার পিনকোড লিখে হোম ডেলিভারির জন্য আপনার নাম, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি লিখতে হবে ৷ আপনি ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা পেটিএম ব্যবহার করে টাকা পেমেন্ট করতে পারেন ৷ বুকিং সম্পন্ন হলে আপনার ফোন ও ইমেলে নোটফিকেশন পৌঁছে যাবে ৷
advertisement
5/5
জিও-র নতুন এই ফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক তো আছেই। রয়েছে ৫১২ এমবি র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি। ৪জি এই ফোনের দাম ২৯৯৯ টাকা।
জিও-র নতুন এই ফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক তো আছেই। রয়েছে ৫১২ এমবি র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি। ৪জি এই ফোনের দাম ২৯৯৯ টাকা।
advertisement
advertisement
advertisement