Jio x BGMI: গেমারদের জন্য সুখবর! Jio নিয়ে এল নয়া দুটি রিচার্জ প্ল্যান, মিলবে আনলিমিটেড ডেটা ও কলিং-সহ BGMI রিওয়ার্ড
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Jio x BGMI: সম্প্রতি গেম-প্রেমীদের কথা মাথায় রেখে নতুন প্রিপেড প্ল্যান আনার জন্য BattleGrounds Mobile India (BGMI) ডেভেলপার Krafton-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে Reliance Jio।
যাঁরা গেম খেলেন, তাঁদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি গেম-প্রেমীদের কথা মাথায় রেখে নতুন প্রিপেড প্ল্যান আনার জন্য BattleGrounds Mobile India (BGMI) ডেভেলপার Krafton-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে Reliance Jio। সংশ্লিষ্ট নেটওয়ার্ক অপারেটরের লেটেস্ট প্ল্যান শুধুমাত্র হাই-স্পিড আনলিমিটেড 5G ডেটাই প্রদান করছে না, এর পাশাপাশি দেওয়া হচ্ছে একাধিক সুবিধা। আসলে আনা হয়েছে এক্সক্লুসিভ Battlegrounds Mobile India গুডিজও।
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যবহারকারী চাইলে নিজের BGMI রিওয়ার্ড রিডিম করতে পারবেন। আর BGMI রিওয়ার্ড রিডিম করার জন্য ব্যবহারকারীকে নিজের প্রিপেড Jio নম্বরে রিচার্জ করতে হবে। এর জন্য ব্যবহারকারীরা উপরে উল্লিখিত যে কোনও একটি প্ল্যান নিতে হবে। এরপরে গ্রাহক কনফার্মেশনের এসএমএস পাবেন। একবার তা এসে গেলে এবার গ্রাহককে MyJio অ্যাপে যেতে হবে।
advertisement
advertisement
আবার যাঁরা JioGames অ্যাপ থেকে চেষ্টা করতে চান, তাঁদের জন্যও রয়েছে উপায়। এর জন্য Play Store থেকে সেই JioGames অ্যাপ ইনস্টল করতে হবে। এবার নিজের Jio নম্বর ব্যবহার করে লগ-ইন করতে হবে। এবার জেনে নেওয়া যাক যে, কী কী সুবিধা পাওয়া যাবে। সংশ্লিষ্ট সংস্থার ক্লাউড গেমিং সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা ৫০০টিরও বেশি প্রিমিয়াম গেম স্ট্রিম এবং খেলতে পারবেন। আর সেটা করা যাবে ওয়েব ব্রাউজার, Jio সেট-টপ বক্স এবং অ্যান্ড্রয়েড টিভি-সহ একাধিক ডিভাইসে।