Jio ধামাকা অফার! গ্রাহকদের 4K HD TV আর 4K সেট টপ বক্স বিনামূল্যে দেবে Reliance

Last Updated:
যে গ্রাহকরা জিও গিগাফাইবার (Jio GigaFiber) আর জিও সেট টপ বক্সের (Jio Set Top box) জিও ফর এভার প্ল্যান নেবেন, তাঁদের 4K HD TV আর 4K সেট টপ বক্স বিনামূল্যে দেবে কোম্পানি
1/4
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২ তম বার্ষিক সাধারণ সভায় প্রকাশ্যে এল জিও সেট টপ বক্সের ডিজাইন ৷ রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানান যে ৫ সেপ্টেম্বর Jio Fiber কমার্শিয়াল লঞ্চ হতে চলেছে ৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২ তম বার্ষিক সাধারণ সভায় প্রকাশ্যে এল জিও সেট টপ বক্সের ডিজাইন ৷ রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানান যে ৫ সেপ্টেম্বর Jio Fiber কমার্শিয়াল লঞ্চ হতে চলেছে ৷
advertisement
2/4
টিভি আর সেটটপ বক্স পান বিনামুল্যে -  যারা লাইফটাইম প্ল্যান নেবেন তাদের 4K টিভি ও 4k সেট টপ বক্স বিনামূল্যে দেওয়া হবে ৷ এটি জিও ফাইবারের ওয়েলকম অফার ৷
টিভি আর সেটটপ বক্স পান বিনামুল্যে - যারা লাইফটাইম প্ল্যান নেবেন তাদের 4K টিভি ও 4k সেট টপ বক্স বিনামূল্যে দেওয়া হবে ৷ এটি জিও ফাইবারের ওয়েলকম অফার ৷
advertisement
3/4
এদিন তিনি আরও জানান Jio GigaFiber এর জন্য ৫ কোটি রেজিষ্ট্রেশন হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ৫০ লক্ষ বাড়িতে পৌঁছে গিয়েছে ৷ এক বছরে Jio GigaFiber গোটা দেশের প্রত্যেক প্রান্তে পৌঁছে যাবে ৷ জিও-র প্রিমিয়াম গ্রাহকরা একটি বিশেষ সুবিধা পেতে চলেছেন ৷
এদিন তিনি আরও জানান Jio GigaFiber এর জন্য ৫ কোটি রেজিষ্ট্রেশন হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ৫০ লক্ষ বাড়িতে পৌঁছে গিয়েছে ৷ এক বছরে Jio GigaFiber গোটা দেশের প্রত্যেক প্রান্তে পৌঁছে যাবে ৷ জিও-র প্রিমিয়াম গ্রাহকরা একটি বিশেষ সুবিধা পেতে চলেছেন ৷
advertisement
4/4
জিও গিগা ফাইবার নিতে চাইলে সংস্থার সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন ৷ আপনার বাড়ি বা অফিসের ঠিকানা, ইমেল আইডি, ও ফোন নম্বর দিতে হবে ৷ এরপর ফোন নম্বরে OTP আসবে ৷ এর মাধ্যমে রেজিষ্ট্রেশন ভেরিফিকেশন হওয়ার পর আপনি পরিষেবা পাবেন ৷
জিও গিগা ফাইবার নিতে চাইলে সংস্থার সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন ৷ আপনার বাড়ি বা অফিসের ঠিকানা, ইমেল আইডি, ও ফোন নম্বর দিতে হবে ৷ এরপর ফোন নম্বরে OTP আসবে ৷ এর মাধ্যমে রেজিষ্ট্রেশন ভেরিফিকেশন হওয়ার পর আপনি পরিষেবা পাবেন ৷
advertisement
advertisement
advertisement