1/ 5


মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান।
2/ 5


রিচার্জ করার সময় আমাদের সবারই একটি কথা মাথায় থাকে যে কোন প্ল্যানে কম টাকায় বেশি ডেটা আর বেনিফিত পাওয়া যাবে। আপনিও কি এই রিচার্জ নিয়ে কনফিউজড? জিও-র বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যাতে আপনি কোম টাকায় পেয়ে যাবেন অনেক বেনিফিট।
3/ 5


জিও-র সস্তার প্ল্যানগুলির মধ্যে একটি হচ্ছে ১২৯ টাকার প্ল্যান। এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। মাত্র ১২৯ টাকার রিচার্জ করে গ্রাহকরা পেয়ে যাবে ২জিবি ডেটা। এই প্ল্যানটী কোম্পানির 'Affordable Packs'ক্যাটাগরিতে রেখেছে।