সস্তার প্ল্যান আনল Jio! মাত্র এত টাকার রিচার্জে পেয়ে যান এক মাসের জন্য ফ্রি কলিং আর ডেটা

Last Updated:
জেনে নিন কতো টাকার রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন মাসিক ফ্রি কলিং, ডেটা
1/5
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান।
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান।
advertisement
2/5
রিচার্জ করার সময় আমাদের সবারই একটি কথা মাথায় থাকে যে কোন প্ল্যানে কম টাকায় বেশি ডেটা আর বেনিফিত পাওয়া যাবে। আপনিও কি এই রিচার্জ নিয়ে কনফিউজড? জিও-র বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যাতে আপনি কোম টাকায় পেয়ে যাবেন অনেক বেনিফিট।
রিচার্জ করার সময় আমাদের সবারই একটি কথা মাথায় থাকে যে কোন প্ল্যানে কম টাকায় বেশি ডেটা আর বেনিফিত পাওয়া যাবে। আপনিও কি এই রিচার্জ নিয়ে কনফিউজড? জিও-র বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যাতে আপনি কোম টাকায় পেয়ে যাবেন অনেক বেনিফিট।
advertisement
3/5
জিও-র সস্তার প্ল্যানগুলির মধ্যে একটি হচ্ছে ১২৯ টাকার প্ল্যান। এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। মাত্র ১২৯ টাকার রিচার্জ করে গ্রাহকরা পেয়ে যাবে ২জিবি ডেটা। এই প্ল্যানটী কোম্পানি 'Affordable Packs' ক্যাটাগরিতে রেখেছে।
জিও-র সস্তার প্ল্যানগুলির মধ্যে একটি হচ্ছে ১২৯ টাকার প্ল্যান। এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। মাত্র ১২৯ টাকার রিচার্জ করে গ্রাহকরা পেয়ে যাবে ২জিবি ডেটা। এই প্ল্যানটী কোম্পানি 'Affordable Packs' ক্যাটাগরিতে রেখেছে।
advertisement
4/5
১২৯ টাকার এই প্ল্যানে গ্রাহকরা আরও পেয়ে যাবে ৩০০টি এসএমএস। আর ২৮ দিনের জন্য মোট ২ জব ডেটা।
১২৯ টাকার এই প্ল্যানে গ্রাহকরা আরও পেয়ে যাবে ৩০০টি এসএমএস। আর ২৮ দিনের জন্য মোট ২ জব ডেটা।
advertisement
5/5
এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড জিও টু জিও কলিং-এর সুবধা  আর বাকি নেটওয়ার্কের জন্য থাকছে ১০০০ মিনিটের ফ্রি কলিং। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলোর সাবস্ক্রিপশন বিনামূল্যে।
এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড জিও টু জিও কলিং-এর সুবধা আর বাকি নেটওয়ার্কের জন্য থাকছে ১০০০ মিনিটের ফ্রি কলিং। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলোর সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
advertisement
advertisement